MS Dhoni: ব্যাট নয়, এবার গলফ কোর্টে ধোনির দে ঘুমাকে...
MS Dhoni Update: ব্যাটিংয়ের সময় যে স্টাইলে ব্যাট করতেন, একের পর এক বল মাঠের বাইরে পাঠাতেন, ঠিক তেমনই স্টাইলে গলফের স্টিক হাতেও দেখা গেল তাঁকে।
হরিয়ানা: যতদিন মাঠে ছিলেন ততদিন বিশ্বের সেরা ফিনিশার হিসেবে মানা হত তাঁকে। ক্যাপ্টেন হিসেবে সাফল্যের ভাঁড়ার পূর্ণ। এবার ব্যাট ছাড়ার পর গলফ হাতে মেতে উঠলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কপিল দেবের সঙ্গে গলফ কোর্টে খোশমেজাজে মাহি। ব্যাটিংয়ের সময় যে স্টাইলে ব্যাট করতেন, একের পর এক বল মাঠের বাইরে পাঠাতেন, ঠিক তেমনই স্টাইলে গলফের স্টিক হাতেও দেখা গেল তাঁকে।
View this post on Instagram
খবর অনুযায়ী বুমরা শুধু প্রথম ম্যাচ বা চলতি টি-টোয়েন্টি সিরিজিই নয়, বরং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে চলেছেন। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর।তবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। এবার গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তাঁকে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ তারিখ অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে রোহিত বাহিনী