এক্সপ্লোর
দেখুন, ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি, ইন্ডোরে অনুশীলন করতে বাধ্য হল ভারতীয় দল
চলতি বিশ্বকাপে ভারতীয় দলের আর চারটি ম্যাচ বাকি।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও বৃষ্টির ভ্রুকূটি। আজ বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে পারল না ভারতীয় দল। বাধ্য হয়ে ইন্ডোরেই গা ঘামালেন বিরাট কোহলিরা। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে ভারতীয় দলের অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
Not the ideal conditions for training today ☹ pic.twitter.com/la1uheffS8
— BCCI (@BCCI) June 25, 2019
Indoors training be like 📸📸#TeamIndia pic.twitter.com/JyBYqZUdXr
— BCCI (@BCCI) June 25, 2019
চলতি বিশ্বকাপে ভারতীয় দলের আর চারটি ম্যাচ বাকি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পর ৩০ জুন ইংল্যান্ড, ২ জুলাই বাংলাদেশ এবং ৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন বিরাটরা। ভারতীয় দল এখন লিগ টেবলের তিন নম্বরে। বিরাটদের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। Look who's back in the nets 💪💪#TeamIndia #CWC19 pic.twitter.com/m8bqvHBwrn
— BCCI (@BCCI) June 25, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















