এক্সপ্লোর
Advertisement
দেখুন: কোহলির দুরন্ত কভার ড্রাইভ প্রশংসা আদায় করে নিল বোলারেরও
গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টেস্ট কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং দাপট গতকাল থেকেই শুরু হয়েছিল। এদিনও তা অব্যাহত। প্রথম দিন অর্ধশতরান করে অপরাজিত ছিলেন তিনি।
কলকাতা: গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টেস্ট কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং দাপট গতকাল থেকেই শুরু হয়েছিল। এদিনও তা অব্যাহত। প্রথম দিন অর্ধশতরান করে অপরাজিত ছিলেন তিনি।
প্রথম দিন কোহলির ইনিংসের একেবারে প্রথম বল তাঁর ব্যাটের বাইরের দিকে কানায় লেগে বাউন্ডারিতে চলে গিয়েছিল। কিন্তু এরপর থেকে একের পর ক্লাসিক শট দেখা যায় তাঁর ব্যাটে। বাংলাদেশের বোলাররা তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। গতকাল এবাদাত হোসেনের বলে একটা নজরকাড়া কভার ড্রাইভ মারেন কোহলি। ওই শট দেখে বোলার নিজের জায়গায় দাঁড়িয়ে করতালি দিয়ে তারিফ না করে পারেননি।
১৭ তম ওভারের চতুর্থ বলে ওই শট মারেন কোহলি।Driving so good that even the bowler applauded#HallOfLame #Kohli #KingKohli #captainkohli #EdenGardens #pinktest #FridayFeeling #SaturdayMotivation #INDvBAN pic.twitter.com/9fAPXV0Evq
— Hall Of Lame (@halloflameyt) November 22, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement