এক্সপ্লোর
Advertisement
দেখুন: প্যাড-গ্লাভস পরেই সীমানার ধারে ছুটে দিয়ে বাউন্ডারি বাঁচালেন ধোনি
নয়াদিল্লি: প্যাড ও গ্লাভস পরেই বাউন্ডারির দিকে বিদ্যুৎ গতিতে দৌড় উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির। সীমানার একেবারে প্রান্ত থেকে বল ধরে দুই রান বাঁচালেন। বয়স হয়েছে বলে যাঁরা কটাক্ষ করেন, তাঁদের মুখের মতো জবাব দিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বকেই ধোনি বোঝালেন, এই ৩৬-এও তিনি অন্যতম সেরা ফিট খেলোয়াড়।
এই ক্ষেত্রে বোঝা গেল ধোনির ক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র।
আইপিএলে গতকাল রাতে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দু-দুটি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ধোনি আরও একবার চূড়ান্ত অ্যাথলেটিজম ও দল এবং খেলার প্রতি দায়বদ্ধতা তুলে ধরলেন।
বেঙ্গালুরুর এবি ডিভিলিয়ার্স ও কুইন্টন ডি কক দ্রুত গতিতে রান তুলছেন। ওই সময়ই উইকেটের পিছন দিকে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে দলের জন্য মূল্যবান দুটি রান বাঁচালেন ধোনি।
মাহির এই ফিল্ডিং দেখে ভিড়ে ঠাসা চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে হাততালিতে ফেটে পড়ে। স্ট্যান্ড থেকে ধোনি ধোনি আওয়াজে ভরে যায় পুরো স্টেডিয়াম।
বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে ওই ঘটনা ঘটে। ডি ককের একটা পুল ব্যাটের কানায় গেলে ধোনির মাথার ওপর দিয়ে উড়ে যায়। সঙ্গে সঙ্গে ধোনি পিছন ফিরে দৌড় শুরু করেন এবং সীমানার ধারে বল আটকে একটি অবধারিত বাউন্ডারি আটকান। এর আগেও দলের প্রতি এ ধরনের দায়বদ্ধতা দেখা গিয়েছে। কিন্তু একেবারে বাউন্ডারির ধারে গিয়ে কোনও উইকেটরক্ষককে এভাবে ফিল্ডিং করতে দেখাটা খুবই বিরল।Lightning quick MSD on-field #RCBvCSK https://t.co/1ilguWg0ZH via @ipl
— Deepak Raj Verma (@iconicdeepak) April 25, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement