এক্সপ্লোর
দেখুন: ‘আমার দিনটা নষ্ট করে দিলে’, ওয়ার্নারকে বললেন সঞ্জু
হায়দরাবাদ: সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানকে ছাপিয়ে গেল ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ইনিংস। আইপিএলের ম্যাচে ৩৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে জয় এনে দিলেন ওয়ার্নার।
ম্যাচের শেষে ভারতীয় ব্যাটসম্যান স্বীকার করেছেন যে,তাঁর উপভোগের দিনটা ভেস্তে দিলেন অজি ব্যাটসম্যান।
সঞ্জু অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে রাজস্থান রয়্যাল সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২০০ রানের বড়সড় লক্ষ্য রাখে। কিন্তু হায়দরাবাদ পাঁচ উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচের পর সঞ্জুর সাক্ষাত্কার নেন ওয়ার্নার। সঞ্জু বলেন, সম্ভব আড়াইশ মতো রান তুললে হায়দরাবাজের কাছে হার এড়াতে পারত রাজস্থান।
সঞ্জু ওয়ার্নারকে বললেন, তুমি আমার দিনটি নষ্ট করে দিলে। যেভাবে তুমি ব্যাট করলে তাতে আমার ১০০ যথেষ্ট ছিল না। তুমি যে রকম ইনিংসটা শুরু করলে, তাতে পাওয়ার প্লে-তেই আমরা ম্যাচটা হেরে যাই। তোমার মতো বিপক্ষে কেউ থাকলে আমাদের স্কোরবোর্ডে আড়াইশো-র মতো রান প্রয়োজন ছিল। এটা একটা স্পেশ্যাল ইনিংস।
পাল্টা সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ হন ওয়ার্নার। বললেন, এই ধরনের উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়, তা দেখিয়ে দিয়েছে সঞ্জু। ওয়ার্নার বলেন, আমাদের শুরুটা ভালো হয়নি। সঞ্জুর দুরন্ত ইনিংসের জন্য। এর কৃতিত্ব সম্পূর্ণ ওর। ও নিজেকে সময় দিয়েছ এবং উইকেট ভালো হওয়ার অপেক্ষা করেছে। প্রকৃতপক্ষে আমার এটা ২০০ রানের উইকেট মনে হয়নি। কিন্তু ও দেখিয়ে দিয়েছে, এই উইকেটে কীভাবে খেলতে হয়। ওয়ার্নার ও জনি বেয়ারস্টো (২৮ বলে ৪৫ রান) সানরাইজার্সের বড় রান তাড়া করে জয়ের মঞ্চ গড়ে দেন। তাঁরা প্রথম ১০ ওভারেই ১১০ রান যোগ করেন।Warner-Samson: Two champions, one frame https://t.co/2FEWlIcOMi
— Aakash Biswas (@aami_aakash) March 30, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement