এক্সপ্লোর
উৎকর্ষতা নয়, আমরা উন্নতির কথাই ভাবছি: উইলিয়ামসন
হায়দরাবাদ: এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ে নির্বাসিত হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে তাতে কোনও সমস্যা হয়নি। নয়া অধিনায়ক কেন উইলিয়ামসন দলকে দারুণভাবে পরিচালনা করছেন। আটটির মধ্যে ৬টি ম্যাচই জিতেছে হায়দরাবাদ। তারাই এখন লিগ টেবলের শীর্ষে। এ বিষয়ে উইলিয়ামসন বলেছেন, ‘আমরা উন্নতি করছি। এই ধারা বজায় রাখতে চাই। পারফেক্ট পারফরম্যান্সের বদলে উন্নতি করাই আমাদের লক্ষ্য।’
ওয়ার্নারের আইপিএল-এ খেলতে না পারা নিয়ে হায়দরাবাদের অধিনায়ক বলেছেন, ‘এটা আমাদের দলের জন্য ক্ষতি ছিল। আমাদের সেটা নিয়ে না ভেবে এগিয়ে যাওয়া দলগতভাবে ক্রিকেট খেলা জরুরি ছিল। আমরা সেটা করারই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আগামীকাল ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে হায়দরাবাদ। শ্রেয়াস আয়ারের দলকে কঠিন প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন উইলিয়ামসন। তাঁর আশা, চোট সারিয়ে এই ম্যাচে খেলতে পারবেন পেসার ভুবনেশ্বর কুমার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement