(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA T20: টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাকি মাত্র ৫ ম্যাচ, বৃষ্টিই বারবার বাধা সূর্যকুমারদের প্রস্তুতিতে
Ind vs Sa, T20 Series: প্রথম ম্যাচে টসও করা সম্ভব হয়নি ডারবানে। এমনকী আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় দলের প্রস্তুতি পর্বকে।
ডারবান: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি দক্ষিণ আফ্রিকা সফরকে পাখির চোখ করেছিল ভারতীয় দল। কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচের ধাক্কা খেতে হয়েছে। মাঠের লড়াইয়ে নয়, প্রকৃতির বিরুদ্ধে। বৃষ্টির জন্য প্রথম ম্যাচে টসও করা সম্ভব হয়নি ডারবানে। এমনকী আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় দলের প্রস্তুতি পর্বকে।
এবারে প্রোটিয়া সফরের টি-টোয়েন্টি ফরম্যাটে একেবারে তরুণ ভারতীয় দল পাঠিয়েছে বিসিসিআই। সেখানে অভিজ্ঞ ক্রিকেটার বলতে রয়েছেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। তরুণ ক্রিকেটারদের সামনে বড় সুযোগ এই সফরে নিজেদের প্রমাণ করার। কিন্তু বৃষ্টি যেভাবে প্রস্তুতি এবং ম্যাচে বাধা হিসেবে দেখা দিয়েছে তাতে কিন্তু বেশ সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কৌটিম গঠন করাই লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল পাঠানো হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। তাতে প্রত্যেক প্লেয়ারকে সুযোগ দেওয়া টিম ম্যানেজমেন্টের পক্ষে কোনভাবেই সম্ভব হবে না। এখনো পর্যন্ত পারফরমেন্সের বিচারে দেখতে গেলে শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংহের জায়গা মোটামুটি পাকা কুড়ির ফর্ম্যাটের বিশ্বকাপের জন্য।
জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। এছাড়া দক্ষিণ আফ্রিকার সফরে রয়েছে আরও দুটো ম্যাচ। অর্থাৎ মোট পাঁচটি ম্যাচ। আর এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড। কাজটা কিন্তু নির্বাচকদের জন্য বেশ কঠিন হতে চলেছে। একদিকে বিরাট কোহলি রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এখনো রয়েছেন যারা আদৌ টি ২০ বিশ্বকাপের মঞ্চে খেলবেন কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ রয়ে গিয়েছে। তার মধ্যে তরুণ ক্রিকেটাররা যদি পর্যাপ্ত সুযোগই না পান তবে নির্বাচকরা কিসের ভিত্তিতেই বা তাদের দলে রাখবেন বা দলের বাইরে রাখবেন?
ওপেনিং স্লটে রুতুরাজ গাকোয়াড ও যশস্বী জয়সওয়ালের কাছে চ্যালেঞ্জ নিজেদের জায়গা পাকা করার। বিশেষ করে রোহিত বিরাট যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হন তবে কিন্তু কতটা সুযোগ পাবেন এই দুই তরুণ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বোলিং বিভাগে সম্প্রতি রবি বিষ্ণোই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরমেটে তিনিই বিশ্বের এক নম্বর বোলার। কুড়ির ফর্ম্যাটের বিশ্বকাপে যে বিষ্ণোইকে দেখা যাবে, এ ব্যাপারে আশা রাখাই যায়। তবে প্রশ্ন পেস বোলিং বিভাগ নিয়ে সেখানে বুমরা, শামি, সিরাজদের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট, নাকি তরুণ অর্শদীপ, মুকেশরা উঠে আসবেন তা দেখার।