এক্সপ্লোর
Advertisement
অলিম্পিকে ভারোত্তোলন-এ হতাশ করলেন ভারতের মীরাবাঈ চানু
রিও দি জেনেইরো: অলিম্পিকের ময়দানে ভারোত্তোলনে হতাশ করলেন ভারতের সাইখোম মীরাবাঈ চানু। তিনবার চেষ্টা করেও ক্লিন এবং জার্ক কোনও বিভাগেই ওজন তুলতে পারেননি চানু। এই বিভাগে ১২জন প্রতিযোগীর মধ্যে চানু ছাড়া আর একজন প্রতিযোগীই অসফল হয়েছেন।
চানু প্রথমে ১০৪ কেজির ওজন তুলেছিলেন, কিন্তু প্রথমবারের চেষ্টায় ক্লিন এবং জার্ক দুটো বিভাগেই অসফল হন তিনি। এরপর দ্বিতীয়বার ১০৬ কেজির ওজন তোলার চেষ্টা করেন চানু, সেখানেও তিনি হতাশ করেন। দ্বিতীয় এবং তৃতীয়বারে কার্যত ওজন তুলতেই পারেননি মীরাবাঈ। কিন্তু অদ্ভূতভাবে ক্লিন এবং জার্ক দুটো বিভাগেই ব্যক্তিগতভাবে এরআগে ১০৭ কেজি ওজন তুলতে সফল হয়েছেন চানু।
প্রসঙ্গত ছ বারের মধ্যে তিনবার স্ন্যাচ বিভাগে ও তিনবার ক্লিন এবং জার্ক বিভাগে মাত্র একবারই ওজন তুলতে পেরেছিলেন ভারোত্তোলন চানু। স্ন্যাচ বিভাগে একমাত্র দ্বিতীয়বারে কোনওমতে ওজন তুলতে পেরেছিলেন তিনি। প্রথমবার ৮২ কেজির ওজন তোলার চেষ্টা করেও পারেননি। দ্বিতীয়বারে সফল হলেও, এরপর তৃতীয়বার ৮৪ কেজির ওজন তুলতে চেষ্টা করেও অসফল হন তিনি। এরফলে ১২ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠস্থানে শেষ করেন চানু।
২১ বছরের ভারোত্তোলন মীরাবাঈ চানু জুনে পাতিয়ালায় অলিম্পিকের জন্যে বাছাই পর্বে এরচেয়ে ভাল ফল করেছিলেন।
ভারোত্তোলনে তাইল্যান্ডের তানাসান সোপিতা ২০০ কেজির ওজন তুলে সোনা জিতেছেন। ইন্দোনেশিয়ার অগাস্টিয়ানি স্রী ওয়াহুনি রুপোর পদক জিতেছেন এবং জাপানের মিয়াকে হিরোমি এই বিভাগে জিতেছেন ব্রোঞ্জ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
খবর
জেলার
Advertisement