৬ বছর পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা
বাম্বোলিম (গোয়া): ৬ বছর পর ফের ভারতসেরা বাংলা। ফাইনালে গোয়াকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল কোচ মৃদুল বন্দোপাধ্যায়ের ছেলেরা। এদিন ম্যাচের অতিরিক্ত সময়ে মনবীর সিংহের গোলে জয় নিশ্চিত করে বাংলা। মহমেডান স্পোর্টিং ক্লাবে কোচিং করানোর সময়ই কোচ মৃদুল বন্দোপাধ্যায়ের নজরে পড়েছিলেন। ক্লাবের দায়িত্ব হাতছাড়া হলেও মনবীর সিংহকে ভোলেননি মৃদুল। সন্তোষ ট্রফিতে দলগঠনের সময় মনবীরই ছিলেন মৃদুলের প্রথম নাম। কোচের ভরসার মান রাখলেন বাংলার জার্সিতে খেলা পঞ্জাব তনয় মনবীর। অতিরিক্ত সময়ে বসন্ত সিংহের পাস থেকে মনবীরের শট গোলে জড়াতেই ৩২তম সন্তোষ ট্রফি জয় নিশ্চিত করল বাংলা। এদিন শুরু থেকেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলার সামনে। ওয়ানটু ওয়ান সিচুয়েশন হোক বা ম্যাচের নির্ধারিত সময়ের শেষমূহুর্তে পোস্টে লেগে না ফিরলে, অনেক আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত বাংলা। অবশেষে অতিরিক্ত সময়ে বসন্ত সিংহের পাস থেকে গোল করে বাংলার সন্তোষ ট্রফি জয় নিশ্চিত করেন মনবীর সিংহ। ৬ বছর পর আবার!