Carlos Brathwaite's Daughter Name : চার ছক্কায় বিশ্বজয়ের নজির ক্রিকেট নন্দনকাননে, মেয়ের নাম ইডেন রাখলেন কার্লোস ব্রেথওয়েট
কলকাতার নন্দনকাননের নাম ধার করে মেয়ের নাম রাখার সুখবর সোশাল মিডিয়ায় নিজেই দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
কিংস্টোন : ২০১৬। গর্জে উঠল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ধারাভাষ্যকার চেঁচিয়ে উঠে বললেন 'রিমেমবার দ্য নেম' (Remenber The Name)। তাঁর নাম কার্লোস ব্রেথওয়েট (Carlos Brathwaite)। টি২০ বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের (Ben Stokes) বলে পরপর চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ক্যারিবিয়ান তরুণ অলরাউন্ডার। যার পরে কার্যত সিংহ-গর্জনে মেতেছিলেন। তাঁর ও ওয়েস্ট ইন্ডিজ দলের সেই সেলিব্রেশনের সাক্ষী ছিল ক্রিকেটের নন্দনকানন।
কাট টু ২০২২। সেদিন ধারাবাষ্যকার যাঁর নাম-টা মনে রাখতে বলেছিলেন, তাঁকে যেমন মনে রেখেছে ক্রিকেটবিশ্ব, তেমনই সেই কার্লোস ব্রেথওয়েট মনে রেখেছেন তাঁর স্বপ্নের সেই রাতের মঞ্চকে। কেন ? সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। আর মেয়ের কি নাম রেখেছেন জানেন? ইডেন। হ্যাঁ, কলকাতার নন্দনকাননের নাম ধার করে মেয়ের নাম রাখার সুখবর সোশাল মিডিয়ায় নিজেই দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
View this post on Instagram
গত ৬ ফেব্রুয়ারি তাঁর মেয়ে হয়েছে। কিন্তু সদ্য তাঁর নাম ও ছবি প্রকাশ করেছেন ব্রেথওয়েট। যেখানে বিশ্বের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন ইডেন রোস ব্রেথওয়েটের (Eden Rose Braithwate)। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস তাঁর মেয়ের নাম রেখেছিলেন ইন্ডিয়া।
আরও পড়ুন- শ্রীবল্লি-র স্টেপে স্টেপ-আউট, বিরাটের নাচে মজল নেটমহল, রইল ভিডিও