এক্সপ্লোর
ওয়াডার ভূমিকায় সন্দেহ প্রকাশ, নরসিংহের ডোপিং-কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি কুস্তি ফেডারেশনের
নয়াদিল্লি: কুস্তিগির নরসিংহ যাদবের ডোপিং-কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাল ভারতের কুস্তি ফেডারেশন। চক্রান্তের অভিযোগে অনড় থেকে নরসিংহকে যারা ফাঁসিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছে ফেডারেশন।
বিশ্ব ডোপ বিরোধী সংস্থার (ওয়াডা) ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কুস্তি ফেডারেশন। রিও অলিম্পিকে নরসিংহ লড়াইয়ে নামার কয়েক ঘণ্টা আগে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) শুনানি হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ফেডারেশন। কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহ মনে করছেন, নরসিংহকে ডোপিংয়ের অভিযোগ থেকে নাডা-র ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে ক্যাস-এ যে সময় আবেদন জানিয়েছিল ওয়াডা, সেই সময়টা বেছে নেওয়া সন্দেহজনক।
অলিম্পিকে নরসিংহর প্রথম রাউন্ডের লড়াইয়ের কয়েক ঘণ্টা আগে ক্যাস-এ শুনানি নিয়েও আপত্তি রয়েছে কুস্তি ফেডারেশনের সভাপতির। কারণ, এমন সময় ক্যাস নোটিস দেয়, তখন আর নরসিংহর পক্ষে তাঁর আইনজীবীকে রিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই কুস্তিগির চার বছরের জন্য নির্বাসিত হওয়ার পর তাঁর পরিবর্তে কাউকে অলিম্পিকে পাঠাতে পারেনি ভারত। অন্য কোনও খেলোয়াড়কে যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির শিকার না হতে হয়, তা নিশ্চিত করার জন্যই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ফেডারেশন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement