এক্সপ্লোর
Advertisement
ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে, স্ত্রী ক্যান্ডিস সম্পর্কে আপত্তিজনক মন্তব্য শুনে ডি ককের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওয়ার্নার?
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের প্রথম টেস্ট চলাকালে ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে বচসার ঘটনায় নয়া মোড়। ডারবান টেস্টের চতুর্থ দিন দুই দলের খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন ডি কক ও ওয়ার্নারের মধ্যে ঝামেলা বেঁধে যায়। ওই ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে।
@davidwarner31 and @QuinnyDeKock69 Verbal Exchange during Tea Break. #AUSvSA pic.twitter.com/6Rr4Xkx2lQ
— Thakur (@ThakurHassam) March 4, 2018
কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডি কক ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস সম্পর্কে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওয়ার্নার। বচসা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে, দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়।
দক্ষিণ আফ্রিকার মিডিয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি ডি’কক-কে অশ্রাব্য গালাগালি করেন। এমনকী তাঁর মা ও বোনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সমানে ব্যক্তিগত আক্রমণে ডি’কক নিজেকে আর ধরে রাখতে পারেননি বলে অভিযোগ। তিনিও ওয়ার্নারের স্ত্রী-কে নিয়ে পাল্টা অপমানজনক মন্তব্য করেন। এতেই অস্ট্রেলীয় ওপেনার খেপে গিয়ে আরও গালিগালাজ করেন।
অসি অধিনায়ক স্টিভ স্মিথ এসে বুঝিয়ে সুঝিয়ে ওয়ার্নারকে এগিয়ে যেতে বলেন। দুই দলের বাকি খেলোয়াড়রাও দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে প্রথমে উসমান খোয়াজা, পরে টিম পেন এবং শেষে স্টিভ স্মিথকে ঘটনাস্থল থেকে ওয়ার্নারকে নিয়ে যেতে দেখা গিয়েছে।
কিন্তু ওয়ার্নার এতটাই রেগে গিয়েছিলেন যে, ফিরে এসে তাঁকে ডি কককে কিছু বলতে দেখা যায় ভিডিও-তে। বচসা বাড়তে দেখে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। যদিও ভিডিও-তে ডি কককে শান্ত থাকতেই দেখা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের ফ্যান গ্রুর বার্মি আর্মিও ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে স্লেজিং করেছিল। একটি গানের মাধ্যমে তারা ওয়ার্নারকে স্লেজিং করেছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement