IPL 2023: পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কোন দল? প্রথম পাঁচেই বা রয়েছে কোন কোন দল?
IPL 2023, Point Table: গতবারের ফাইনালিস্ট ২ দল গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এই ২ দলই এখন পয়েন্ট টেবিলে প্রথম দুটো স্থানে রয়েছে।
মুম্বই: আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়নরা। তার মধ্যে মাত্র ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে হার্দিকের দল। ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়ে প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার তারা। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল ৯ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা ৪টি ম্যাচ হেরেছে। তালিকায় পরের দুটো স্থানে রয়েছে লখনউ সুপারজায়ান্টস ও সিএসকে।
এক নজরে পয়েন্ট টেবিল
দল | ম্য়াচ | জয় | হার | পয়েন্ট |
১. গুজরাত টাইটান্স | ৮ | ৬ | ২ | ১২ |
২. রাজস্থান রয়্যালস | ৯ | ৫ | ৪ | ১০ |
৩. লখনউ সুপারজায়ান্টস | ৯ | ৫ | ৪ | ১০ |
৪. চেন্নাই সুপার কিংস | ৯ | ৫ | ৪ | ১০ |
৫. আরসিবি | ৯ | ৫ | ৪ | ১০ |
৬. পাঞ্জাব কিংস | ৯ | ৫ | ৪ | ১০ |
৭. মুম্বই ইন্ডিয়ান্স | ৮ | ৪ | ৪ | ৮ |
৮. কেকেআর | ৯ | ৩ | ৬ | ৬ |
৯. সানরাইজার্স হায়দরাবাদ | ৮ | ৩ | ৫ | ৬ |
১০. দিল্লি ক্যাপিটালস | ৮ | ২ | ৬ | ৪ |
লো-স্কোরিং ম্যাচে হার লখনউয়ের
লখনউয়ের দেখানো পথেই ব্যাঙ্গালোরের লখনউ-বধ। একনা স্টেডিয়ামের মন্থর-নিচু ঘূর্ণি মঞ্চে লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানের হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অত্যন্ত লো স্কোরিং ম্যাচে ১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে গেল লখনউ ফ্র্যাঞ্চাইজি। ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হওয়ার পর পায়ে তীব্র ব্যথা নিয়েও শেষপর্বে দলের জন্য নেমেছিলেন অধিনায়ক কেএল রাহুল। যদিও দলকে অলআউট হওয়া থেকে আটকাতে পারেননি তিনি।
ব্যাঙ্গালোরের পক্ষে স্পিনার কর্ণ শর্মা ও দলে সুযোগ পাওয়া পেসার জস হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। একজন করে লখনউয়ের ব্যাটারকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হর্ষল প্যাটেল। দুটি রান আউট। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ফিরে যান কাইল মায়ার্স (০)। যারপর একে একে ক্রুণাল পাণ্ড্য (১৪), আয়ু, বাদানিরা (৪)। দীপক হুডা (১), মার্কাস স্টোইনিস (১৩), নিকোলাস পুরাণও (৯) ব্যর্থ হন। কৃষ্ণাপ্পা গৌতম ( ২৩), অমিত মিশ্র (১৯) ছাড়া সেভাবে কেউ প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।
আরও পড়ুন: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?