এক্সপ্লোর
Advertisement
টিম ইন্ডিয়ার জয় চেয়ে প্রার্থনা , খেতেও ভুলে গিয়েছিলেন এই আফগান ক্রিকেটার
নয়াদিল্লি: আফগানিস্তান ভারতের মাটিতে তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে। আগামীকাল বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ওই ঐতিহাসিক ম্যাচটি খেলতে নামবে আফগানিস্তান।
এরইমধ্যে আফগানিস্তানের সুপারকুল উইকেটরক্ষক মহম্মদ শাহজাদ এমন একটি ঘটনার কথা জানিয়েছেন, যা শুনলে বোঝা যায় যে, আফগান মুলুকেও ছড়িয়ে রয়েছে ভারতীয় দলের প্রচুর সমর্থক।
আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাহজাদ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অনুরাগী। সম্প্রতি ক্রিকেটের খবর সংক্রান্ত একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাদ জানিয়েছেন, ভারতীয় দলের জয় চেয়ে তিনি কীভাবে প্রার্থনা করেছিলেন। রোজা শেষে উপবাসভঙ্গের আহার ইফতারও ভুলেছিলেন তিনি ম্যাচের উত্তেজনায়।
শাহজাদ বলেছেন, ঘুমের সঙ্গে তিনি কোনও ভাবেই আপোস করেন না। বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে শেষ ওভারে ভারতের জয়ের জন্য ১৫ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক ধোনি ও ইশান্ত শর্মা। শাহজাদ জানিয়েছেন, ওই দিনটাও পবিত্র রমজান মাসেই ছিল। রোজা শেষে ইফতারের সময় কয়েক মিনিট পরেই। তখন ভারত জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে।
ওই সময় ওপরওয়ালার কাছে ভারতের জয়ের জন্য প্রার্থনা করেছিলেন শাহজাদ।ধোনি শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে দুটি ছক্কা ও একটি চার মেরে দলের জয় এনে দিয়েছিলেন।
ভারতের ওই জয় দেখার জন্য শাহজাদ সারা দিনের রোজারও পরও ইফতার করেননি। ভারত ম্যাচ জেতার পর তিনি ইফতার করেন।
ওই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাদ ২০১০-এ ধোনির সঙ্গে তাঁর দেখা হওয়ার ঘটনার কথাও উল্লেখ করেছিলেন। শাহজাদ জানিয়েছেন, ধোনি বেশ কয়েকবারই তাঁর পরামর্শ দিয়েছেন। একবার যখন শাহজাহ খারাপ ফর্মে ছিলেন, তখন ধোনি তাঁকে নিজের খেলার প্রতি মনোযোগ করার পরামর্শ দিয়েছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement