Uefa Champions League 2022: সিটিকেই এগিয়ে রাখছেন জোফ্রে, রোনাল্ডো-মেসির পরিবর্তে বিশ্ব ফুটবলের পরবর্তী নায়ক কে?
Uefa Champions League 2022: কোন দল শক্তিশালী, কোন দল বেগ দেবে সব নিয়েই কথা বলেন প্রাক্তন ফুটবলার জোফ্রে মাতেউ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দ্বিতীয় লেগে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।
![Uefa Champions League 2022: সিটিকেই এগিয়ে রাখছেন জোফ্রে, রোনাল্ডো-মেসির পরিবর্তে বিশ্ব ফুটবলের পরবর্তী নায়ক কে? With MNM upfront, it's advantage PSG at Bernabeu, feels Jofre Mateu Uefa Champions League 2022: সিটিকেই এগিয়ে রাখছেন জোফ্রে, রোনাল্ডো-মেসির পরিবর্তে বিশ্ব ফুটবলের পরবর্তী নায়ক কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/27d77536eb11ae07500ecf43cb2b20e1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগ শুরু হতে চলেছে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, লিভারপুলের, বায়ার্নের মতো একাধিক শক্তিশালী ক্লাব মুখোমুখি হবে। ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে কোন দল শেষ ল্য়াপে বাজিমাত করবে? কোন দল শক্তিশালী, কোন দল বেগ দেবে সব নিয়েই কথা বলেন প্রাক্তন ফুটবলার জোফ্রে মাতেউ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দ্বিতীয় লেগে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। প্রথমে লেগে পিএসজি ১-০ গোলে এগিয়ে আছে। জোফ্রে মাতেউ বলেছেন, ''মেসির জন্য এই ধরনের মঞ্চই দরকার। সেন্তিয়াগো বের্নাব্যুতে এর আগও এমন ম্যাচে মুখোমুখি হয়েছেন মেসি। আমি ওঁকে দারুণ ফর্মেই দেখতে চাই। যদি নিজের সেরা ফর্মে ওঁ নাও থাকে, তাহলেও পিএসজির আপফ্রন্টে এমবাপ্পে, নেমাররা রয়েছে। স্বভাবতই এগিয়ে থাকবে ম্যাচে পিএসজি।''
নিজেদের কেরিয়ারে গোধূলিতে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। তাহলে বিশ্ব ফুটবলকে শাসন করবে কে পরবর্তীতে? ৪২ বছরের প্রাক্তন স্প্যানিশ তারকা বলছেন, ''আমার মনে হয় এই জায়গাটা নিতে পারেন কিলিয়া এমবাপ্পে ও হালান্ড। তবে আমার মনে হয় রােনাল্ডো যেমন অনেকটা ফিনিশারের রোল প্লে করে, ঠিক তেমনই হবে পরবর্তী যে তারকা হবে, সে অনেকটা ফিনিশারের মতোই হবে। কারণ মেসি যেভাবে খেলাটা তৈরি করে, মাঠে যেভাবে প্রতিপক্ষকে চাপে রাখেন, সেই খেলাটা সবার পক্ষে খেলা সম্ভব নয়।''
চার সেমিফাইনালিস্ট কে কে? জোফ্রে বাছলেন, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যান সিটি ও পিএসজি। আমার মনে হয় বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটির মধ্যে মূল লড়াইটা হবে। ম্যান সিটিকেই আমি এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার ধরব। তবে অন্য যে কোনও দল কিন্তু বেগ দিতেই পারে।''
এদিকে, ইউক্রেনের উপর হামলা চালিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারিয়েছয় রাশিয়া। রাশিয়ার থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কেড়ে নিয়েছে উয়েফা । ২৮ ম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে এই মুহূর্তে রাশিয়ায় ফাইনালের ভেনু সরিয়ে নেওয়া হল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)