বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ: প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা বক্সার অমিত পংঘালের
২০১৭ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন পাংঘল। এরপর ক্রমশ উন্নতি করে চলেছেন এই ভারতীয় মুষ্টিযোদ্ধা।

নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন এশীয় চ্যাম্পিয়ন বক্সার অমিত পাংঘল। অন্যদিকে, রাশিয়ার একাতেরিনবার্গে চলা প্রতিযোগিতায় ব্রোঞ্জ নিয়ে দৌড় শেষ করলেন আরেক মুষ্টিযোদ্ধা মণীশ কৌশিক। শীর্ষ বাছাই কিউবার বক্সার তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডি গোমেজ ক্রুজের কাছে ০-৫ পয়েন্টে হেরে বিদায় নেন কমনওয়েলথ গেমসের রৌপ্য-পদক বিজেতা কৌশিক। তবে, ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই রেকর্ড গড়লেন অমিত। ৫২ কেজি ক্যাটেগরিতে কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৩-২ পয়েন্টে হারিয়ে দেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অমিত। শনিবার, চূড়ান্ত ম্যাচে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সাখোবিদিন জোইরভের মুখোমুখি হবেন তিনি। এর আগে, সেমিফাইনালে ফরাসি বক্সার বিলাল বেনেমাকে হারান জোইরভ। ভারতীয় বক্সিং দুনিয়ায় অমিত পাংঘলের উত্থান কম রোমাঞ্চক নয়। ২০১৭ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন পাংঘল। এরপর ক্রমশ উন্নতি করে চলেছেন এই ভারতীয় মুষ্টিযোদ্ধা। একই বছরে আবির্ভাবেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছে যান তিনি। বুলগেরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরপর সোনার পদক জেতেন এবং ২০১৮ সালে এশীয় চ্যাম্পিয়ন হন। অলিম্পিক থেকে ৪৯ কেজির ক্যাটেগরি বাতিল হওয়ায়, চলতি বছর নিজের ক্যাটেগরি বদল করেন তিনি। ৪৯ কেজি থেকে যান ৫২ কেজি শ্রেণিতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটি সংস্করণে এর আগে কখনই একটি ব্রোঞ্জ পদকের বেশি কিছুপ জোটেনি ভারতের কপালে। কিন্তু, সেই ইতিহাস বদলে দিলেন পাংঘল ও মণীশ। এর আগে, ভারতীয় পদক বিজেতারা হলেন বিজেন্দ্র সিংহ(২০০৯), বিকাশ কৃষাণ(২০১১), শিব থাপা(২০১৫) এবং গৌরব বিদুরি(২০১৭)।






















