‘নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থা নেওয়া হবে’, বিসিসিআইয়ের আবেদন মেনে নিল আইসিসি
দুবাই: ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করা নিয়ে যে আবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে রেখেছে ভারতীয় বোর্ড, তা মেনে নিল তারা। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন গোটা ভারতীয় দলের নিরপত্তার জন্য যা যা করণীয় তার সমস্ত রকম বন্দোবস্ত করার কথাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন ভারতীয় দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন, এমনটাই সূত্রের খবর।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আইসিসি-র বৈঠকে ভারতের পক্ষ থেকে নিরপত্তা বিষয়ক ইস্যুটি তুলে ধরেন রাহুল জোহরি। ৩০মে থেকে ক্রিকেটের যে মেগা ইভেন্ট শুরু হতে চলেছে, সেখানে ভারতীয় ক্রিকেট দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়কে বিশেষভাবে নজর দেওয়ার আবেদন করেন তিনি। সেই আবেদনে সারা দিয়েই আইসিসি জানায়, তারা সর্বতভাবে ভারতীয় দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করবে।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি নাশকতার পরই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আরও বেশি করে সোচ্চার হয় ভারতীয় বোর্ড। জইশ-এ-মহম্মদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে যেভাবে ৪০ জওয়ান নিহত হল, তার কড়া নিন্দা করে বিসিসিআই। একই সঙ্গে পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করে তাদের একঘরে করে দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে। সন্ত্রাসে মদতকারী দেশের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করার কথাও বলেন বোর্ড কর্তারা। আরও একধাপ এগিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করার কথাও বলেন। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে আদৌ ভারত খেলবে কি না, সে প্রশ্নের উত্তরে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট উত্তর দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে ভারত অধিনায়ক ও কোচের মত, দেশের সরকার ও বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটাকেই মান্যতা দেবে ভারতীয় দল।