World Cup 2022: কবে থেকে শুরু কাতার ফুটবল বিশ্বকাপ? এক নজরে বিশ্বকাপের সূচিপত্র
Fifa World Cup 2022: অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার (Qatar)। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
জুরিখ: আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে -
গ্রুপ এ: আয়োজক দেশ কাতারের সঙ্গে আছে ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। এই গ্রুপটি তুলনামূলকভাবে দুর্বল। বড় অঘটন না ঘটলে গ্রুপের সেরা হবে নেদারল্যান্ডস।
গ্রুপ বি: এই গ্রুপে আছে ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ওয়েলশ, স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে যে কোনও একটি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পর এই গ্রুপে জায়গা পাবে।
গ্রুপ সি: গ্রুপ সি-তে আছে লিওনেল মেসির আর্জেন্তিনা। আর্জেন্তিনার পাশাপাশি গ্রু সি-তে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
গ্রুপ ডি: গ্রুপ ডি-তে আছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এছাড়া ডেনমার্ক ও তিউনেশিয়া এই গ্রুপে আছে। পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কোনও একটি দল প্লে-অফ ম্যাচের ফলের ভিত্তিতে এই গ্রুপে জায়গা পাবে।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা/নিউজিল্য়ান্ড, জাপান, জার্মানি
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
এক নজরে কাতার বিশ্বকাপের সূচি ---------------------
২১ নভেম্বর
গ্রুপ এ: সেনেগাল বনাম নেদারল্য়ান্ডস
কাতার বনাম ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড বনাম ইরান
যুক্তরাষ্ট্র বনাম স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
২২ নভেম্বর
গ্রুপ সি: আর্জেন্টিনা বনাম সৌদি আরব
মেক্সিকো বনাম পোল্যান্ড
গ্রুপ ডি: ডেনমার্ক বনাম তিউনেশিয়া
ফ্রান্স বনাম আরব আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু
২৩ নভেম্বর
গ্রুপ ই: জার্মানি বনাম জাপান
স্পেন বনাম কোস্টারিকা/নিউজিল্যান্ড
গ্রুপ এফ: মরক্কো বনাম ক্রোয়েশিয়া
বেলজিয়াম বনাম কানাডা
২৪ নভেম্বর
গ্রুপ জি: সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন
ব্রাজিল বনাম সার্বিয়া
গ্রুপ এইচ: উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া
পর্তুগাল বনাম ঘানা
২৫ নভেম্বর
গ্রুপ এ: কাতার বনাম সেনেগাল
নেদারল্যান্ড বনাম ইকুয়েডর
গ্রুপ বি: স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন বনাম ইরান
ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র
২৬ নভেম্বর
গ্রুপ সি: তিউনেশিয়া বনাম আরব আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু
পোল্যান্ড বনাম সৌদি আরব
আর্জেন্টিনা বনাম মেক্সিকো
গ্রুপ ডি: ফ্রান্স বনাম ডেনমার্ক
২৭ নভেম্বর
গ্রুপ ই: জাপান বনাম কোস্টারিকা/নিউজিল্যান্ড
স্পেন বনাম জার্মানি
গ্রুপ এফ: বেলজিয়াম বনাম মরক্কো
ক্রোয়েশিয়া বনাম কানাডা
২৮ নভেম্বর
গ্রুপ জি: ক্যামেরুন বনাম সার্বিয়া
দক্ষিণ কোরিয়া বনাম ঘানা
গ্রুপ এইচ: ব্রাজিল বনাম সুইৎজারল্য়ান্ড
পর্তুগাল বনাম উরুগুয়ে
২৯ নভেম্বর
গ্রুপ এ: নেদারল্যান্ডস বনাম কাতার
ইকুয়েডর বনাম সেনেগাল
গ্রুপ বি: স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন বনাম ইংল্যান্ড
ইরান বনাম যুক্তরাষ্ট্র
৩০ নভেম্বর
গ্রুপ সি: পোল্যান্ড বনাম আর্জেন্টিনা
সৌদি আরব বনাম মেক্সিকো
গ্রুপ ডি: আরব আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু বনাম ডেনমার্ক
তিউনেশিয়া বনাম ফ্রান্স
১ ডিসেম্বর
গ্রুপ ই: কোস্টারিকা/নিউজিল্যান্ড বনাম জার্মানি
জাপান বনাম স্পেন
গ্রুপ এফ: ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম
কানাডা বনাম মরক্কো
২ ডিসেম্বর
গ্রুপ জি: দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল
ঘানা বনাম উরুগুয়ে
গ্রুপ এইচ: সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড
ক্যামেরুন বনাম ব্রাজিল
গ্রুপ লিগের ম্যাচের পর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ শুরু হবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন: বিশ্বকাপে 'ভ্রমণ' পায়ে মাঠে নামবেন মেসি-রোনাল্ডোরা