World Cup 2023 : মাত্র ২৪ বছরেই বিদায় ! বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা আফগান ক্রিকেটারের
Naveen-ul-Haq : এশিয়া কাপে খেলতে যাওয়া আফগানিস্তান দলের সদস্য ছিলেন না নবীন। বিশ্বকাপের জন্য তাঁকে স্কোয়াডে ডেকে পাঠানো হয়।
মুম্বই : মাত্র ২৪ বছরেই ইতি ! স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা পেসার নবীন-উল-হকের (Naveen-ul-Haq)। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে নবীন জানিয়েছেন, বিশ্বকাপের পরই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন তিনি। এত অল্প বয়সে আফগানিস্তানের পেসারের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ঘোষণাতে নবীন অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, একদিনের আন্তর্জাতিক থেকে বিদায় নিলেও আফগানিস্তানের হয়ে টি ২০ ফর্মাটে খেলা চালিয়ে যাবেন।
নবীন সোশাল মিডিয়ায় অবসরের (Retirement) বার্তা জানিয়ে লিখেছেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারা এক অনন্য সম্মান। তবে জানাতে চাইব বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানছি। আফগানিস্তানে নীল জার্সি চাপিয়ে টি ২০তে খেলা চালিয়ে যেতে চাই। এমন সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে কেরিয়ারের মেয়াদ বাড়ানোর ভাবনাতেই এই সিদ্ধান্ত। যে সিদ্ধান্তকে সমর্থন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বিশেষ ধন্যবাদ। আর সমর্থকদের জন্য অনেক ভালবাসা।
এশিয়া কাপে খেলতে যাওয়া আফগানিস্তান দলের সদস্য ছিলেন না নবীন। বিশ্বকাপের জন্য তাঁকে স্কোয়াডে ডেকে পাঠানো হয়। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলা ক্রিকেটের বিশ্বযুদ্ধে অংশ নিতে সতীর্থদের সঙ্গে এদেশে পাও রেখেছেন নবীন। এমনিতেই একদিনের ক্রিকেট নয়, বরং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগে খেলার জন্যই বিশেষভাবে পরিচিত তিনি।
গত আইপিএলে লখনউয়ের একনা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলায় লখনউ সুপার জায়ান্টসের সদস্য নবীনের বিরাট কোহলির সঙ্গে মাঠেই কথা কাটাকাটি উঠে এসেছিল আলোচনার শীর্ষে। যে ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। এমনিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ফ্র্যাঞ্চাইজি দলের মেন্টর গোতির সঙ্গে বেশ ভাল সম্পর্ক নবীনের। তবে আইপিএল ম্যাচে মাঠে বিরাটের সঙ্গে ঝামেলার রেশ সোশাল মিডিয়াতেই ক্রমাগত টেনে নিয়ে গিয়ে ক্রিকেটভক্তদের খানিক বিরক্তিরই পাত্র হয়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের মঞ্চে একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার আগে বল হাতে নিজেকে তিনি চেনাতে পারেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial