WPL 2024 Final: ডব্লিউপিএলের ফাইনালে আজ স্মৃতি বনাম শেফালি দ্বৈরথ, টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হবে কোন দল?
DC vs RCB: এখনও পর্যন্ত পুরুষদের ক্রিকেটে আইপিএলে আরসিবি ও দিল্লি কোনও ট্রফি জিততে পারেনি কাকতালীয় ভাবে। আজকের ম্য়াচের পর যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি ডব্লিউপিএল খেতাব জিতে নেবে।
![WPL 2024 Final: ডব্লিউপিএলের ফাইনালে আজ স্মৃতি বনাম শেফালি দ্বৈরথ, টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হবে কোন দল? WPL Final 2024: RCB vs DC when and where to watch and preview WPL 2024 Final: ডব্লিউপিএলের ফাইনালে আজ স্মৃতি বনাম শেফালি দ্বৈরথ, টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হবে কোন দল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/a71c0310f625098a1728276d27381c621710647205819206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। ছেলেদের আইপিএলের লড়াই শুরু আগামী ২২ মার্চ থেকে। তার আগে আজ মেয়েদের খেতাবি লড়াই। মুখোমুখি দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। বিরাট কোহলিরা কোনওদিন এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেননি। স্মৃতিরা কি পারবেন? আরসিবি সমর্থকদের ট্রফি জয়ের অপূর্ণ স্বাদ কি পূর্ণ হবে? সব প্রশ্নের উত্তর মিলবে আজই।
কাদের ম্যাচ?
উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্য়াপিটালসের ম্য়াচ
কোথায় খেলা?
ম্য়াচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন
এখনও পর্যন্ত পুরুষদের ক্রিকেটে আইপিএলে আরসিবি ও দিল্লি কোনও ট্রফি জিততে পারেনি কাকতালীয় ভাবে। আজকের ম্য়াচের পর যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি ডব্লিউপিএল খেতাব জিতে নেবে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবার উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি। দলের জয়ে অন্য়তম ভূমিকা নিয়েছিলেন আশা শোভানা। ৩৩ বছরের এই স্পিনার শেষ ওভারে গুরুত্বপূর্ণ ১১ রান ডিফেন্ড করে দলকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন। অন্য়দিকে দিল্লির হয়ে শেষ ম্য়াচে জেমিমা রডরিগেজ অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন। চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে। জেমিমা ব্য়াট হাতে রান করেছেন অপরাজিত ৩৮, ৫৮ ও ১৭। অর্থাৎ প্রতি ম্য়াচেই ভাল ইনিংস খেলেছেন তিনি।
এখনও পর্যন্ত স্মৃতি মন্ধানার নেতৃত্বে আরসিবি দিল্লির বিরুদ্ধে চারবার খেলতে নেমেছিল উইমেন্স প্রিমিয়ার লিগে। কিন্তু এখনও পর্যন্ত একবারও দিল্লির বিরুদ্ধে আরসিবি জিততে পারেনি। চলতি মরশুমে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল দিল্লি। কিন্তু গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে মেগ ল্যানিংয়ের দলের। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি।
এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির জয়ের অন্যতম কারিগর এলিসা পেরি। তিনি প্রমাণ করে দিলেন কেন তাঁকে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। ডব্লিউপিএলের (WPL 2024) এলিমিনেটরে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে তুললেন অজ়ি তারকা। ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন পেরি। তাঁর সুবাদেই হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল আরসিবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)