WTC 2021 Final: মাঠে বোলিং শুরু জাডেজার, ট্রেনিংয়ে নামলেন পূজারাও
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে ১৮ জুন।
সাউদাম্পটন: ভারতীয় দলের প্রথম সদস্য হিসেবে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামের মাঠে নেমে পড়লেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই ছবি নিজেই ট্যুইট করলেন জাড্ডু। জাডেজা লিখেছেন, ‘সাউদাম্পটনের মাঠে প্রথম বার পা রাখলাম’।
বাকি ক্রিকেটারেরা হোটেল বন্দি থাকলেও অনুশীলনে নেমে পড়লেন রবীন্দ্র জাডেজা। রোজ বোলে প্রায় আধ ঘণ্টা বোলিং প্র্যাক্টিস করলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে মাঠে নামার অনুমতি মেলেনি। ভারতীয় দল কবে থেকে একসঙ্গে অনুশীলন শুরু করতে পারবে, সেই বিষয়ে এখনও কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ ১৩ জুনের পর থেকে সবাই একসঙ্গে অনুশীলন করতে পারবেন। তবে ম্যাচটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দ্বৈরথ আর সে কথা মাথায় রেখে টিম ইন্ডিয়াকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলেই খবর। তিন দিন নিভৃতবাসে কাটানোর পর প্রতি ক্রিকেটার আলাদাভাবে অনুশীলন করতে পারবেন। সেই নিয়ম মেনে চেতেশ্বর পূজারাও মাঠে নেমে গা ঘামাতে শুরু করে দিয়েছেন। পূজারাও সোশ্যাল মিডিয়ায় নিজের প্রস্তুতি নেওয়ার ছবি দিয়েছেন।
ট্যুইটারে নিজের বোলিংয়ের কিছু ছবি দিয়ে জাডেজা লিখেছেন, ‘সাউদাম্পটনে প্রথম আউটিং।’ সাউদাম্পটনেই টানা দশদিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে ভারতকে। তার মধ্যে প্রথম তিনদিন একে অপরের সঙ্গে দেখা করার অনুমতিও ছিল না। তবে আলাদা আলাদা প্র্যাক্টিসের অনুমতি মিলেছে। শনিবার চেতেশ্বর পূজারা ফিটনেস ট্রেনিং করেছেন। আর রবিবার মাঠে নেমে পড়লেন জাদেজা। তাঁকে সাহায্য করার জন্য দলের এক সহযোগীও ছিলেন। মিডিয়াম পেসার শার্দুল ঠাকুরও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি মাস্ক পরে পিঠে ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করছেন।
হিল্টন হোটেল, যেখানে ভারতীয় ক্রিকেটারেরা নিভৃতবাসে রয়েছেন, সেটি রোজ বোল মাঠেরই অংশ। সে কারণেই কোয়ারান্টিনের মধ্যেও ক্রিকেটারদের আলাদা আলাদা ভাবে নিজেদের মতো মাঠে নেমে প্র্যাক্টিসের অনুমতি দেওয়া হয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, বিভিন্ন ধাপে ভারতীয় ক্রিকেটারদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরই ধীরে ধীরে তাঁরা ছাড় পাবেন। তবে দশ দিনের কোয়ারেন্টিন শেষ হয়ে যাওয়ার পরই সম্ভবত বিরাট কোহলিদের একসঙ্গেই প্র্যাক্টিস করার অনুমতি মিলবে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে ১৮ জুন।