ICC U19 XI: আইসিসির সেরা একাদশে নেতৃত্ব যশ ধূল, দলে আরও ৩ ভারতীয়
ICC U19 XI: এবার আরও বড় সম্মান পেলেন যুব ভারতীয় দলের অধিনায়ক। প্রতিযোগিতার সেরা একাদশ বাছাই করেছে আইসিসি (ICC)। সেই দলে অধিনায়ক করা হয়েছে যশকে (Yash Dhull)।
দুবাই: যশ ধূলের নেতৃত্বে পঞ্চম বারের জন্য় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। এবার আরও বড় সম্মান পেলেন যুব ভারতীয় দলের অধিনায়ক। প্রতিযোগিতার সেরা একাদশ বাছাই করেছে আইসিসি। সেই দলে অধিনায়ক করা হয়েছে যশকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি ছাড়াও যশ পুরো টুর্নামেন্টে ২২৯ রান করেছেন। আইসিসিসর তরফেই বিবৃতি দেওয়া হয়েছে।
শুধু যশই নন। ১২ জনের যে দল বেছে নিয়েছে আইসিসি, সেখানে রয়েছেন আরও ২ ভারতীয় ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অস্টওয়াল। রাজের ঝুলিতে রয়েছে ২৫২ রান। উগান্ডার বিরুদ্ধে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন বাওয়া। ব্যাট হাতেও খারাপ সময় ৩৫ রান যোগ করেছিলেন। তারই পুরস্কার পেলেন তিনি। ভিকির ঝুলিতে পুরো টুর্নামেন্টে রয়েছে ৬ ম্যাচে ১২ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
বিশ্বজয়ের পর ভারতের তরুণ ব্রিগেডকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। "আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য ভীষণ গর্বিত। বিশ্বকাপ জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দারুণ মনোবল দেখিয়েছে। তাঁদের অনবদ্য পারফরম্যান্স প্রমাণ করল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত ও দক্ষদের হাতে রয়েছে।" ট্যুইট প্রধানমন্ত্রীর।
বিশ্বচ্য়াম্পিয়ন ভারত (India World Champion)। এই নিয়ে পাঁচবার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে যশ ধূলের দল। প্রথমে বল হাতে রাজ বাওয়া, রবি কুমারদের দাপট। এরপর ব্যাট হাতে দুর্দান্ত রানের ইনিংস খেলেন শাইক রশিদ। অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেন নিশান্ত সিন্ধু। ১৯০ রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হল যুব ভারতীয় দল।