Yonex Taipei Open 2022: কোয়ার্টারেই হার কাশ্য়প, ক্রাস্টোর, শেষ ভারতীয় শাটলারদের দৌড়
Taipei Open 2022: সাইনা নেহওয়াল বা সিঙ্গাপুর ওপেন জয়ী পিভি সিন্ধুরা কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। খেলেননি আরেক তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্তও।
তাইপে: পিছিয়ে পড়েও লড়াই করেছিলেন, তবে তাতে লাভের লাভ কিছুই হল না। তিন গেমের লড়াইয়ে হেরে গিয়ে তাইপে ওপেনের (Yonex Taipei Open 2022) কোয়ার্টার ফাইনালেই বিদায় নিলেন ভারতীয় শাটলার পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)।
লড়েও হার কাশ্যপের
তাইপের প্রতিযোগী চিয়া হাও লির বিরুদ্ধে স্ট্রেট গেমে দুর্দান্ত জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ছিলেন ভারতীয় ব্য়াডমিন্টন তারকা কাশ্যপ। তবে শুক্রবার (২২ জুলাই) মালয়েশিয়ার সুং জু ভেনের বিরুদ্ধে ৫৫ মিনিটের ম্যাচে পরাজিত হলেন তিনি। জু ভেন প্রথম গেমটা দারুণ দাপটের সঙ্গেই শুরু করেন। ভারতীয় শাটলারকে তিনি কার্যত থিতু হওয়ার সময়টুকু পর্যন্ত দেননি। ২১-১২ স্কোরলাইনে জিতে এক গেমে এগিয়ে যান তিনি। দ্বিতীয় গেমে আবার কাশ্যপ একই ব্যবধানে তার মালয়েশিয়ান প্রতিপক্ষকে মাত দিয়ে ম্যাচে সমতায় ফেরেন।
লড়াইটা হয় তৃতীয় গেমে। কাশ্যপ পিছিয়ে থাকলেও, পরপর চার পয়েন্ট জিতে নিয়ে স্কোর ১৭-১৯ নিয়ে আসেন বটে। তবে শেষমেশ মাথা ঠান্ডা রেখে জু ভেন গেম ও ম্যাচ ছিনিয়ে নেন। শুধু কাশ্যপ নন, ভারতীয় মিক্সড ডাবলস জুটি ঈশান ভাটনগর ও তনিশা ক্রাস্টোও (Tanisha Crasto) আজই পরাজিত হয়ে টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন। টুর্নামেন্টের পঞ্চম বাছাই ভারতীয় জুটি স্ট্রেট গেমে পরাজিত হন।
স্ট্রেট গেমে হারেন ঈশান-তনিশা
মালয়েশিয়ার হো পাং রন এবং তোহ ই উইয়ের বিরুদ্ধে ঈশান-তনিশা জুটি প্রথম গেমে লড়াই করে ১৯-২১ ব্যবধানে হারের পর, দ্বিতীয় গেমে আর তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ১২-২১ স্কোরলাইনে দ্বিতীয় গেম হারে ভারতীয় জুটি। এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলা জুটি গতকালই তাইপে ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। তনিশা ডাবলসেও পার্টনার শ্রুতি মিশ্রর সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন। সেখানেও ১৬-২১, ২২-২০, ১৮-২১ স্কোরলাইনে পরাজিত হন তিনি।
কাশ্যপ এবং ঈশান-তনিশা জুটি পরাজিত হওয়ায় তাই এই টুর্নামেন্টে ভারতীয় শাটলারদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। প্রসঙ্গত, সাইনা নেহওয়াল বা সিঙ্গাপুর ওপেন জয়ী পিভি সিন্ধুরা কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। খেলেননি কিদাম্বি শ্রীকান্তও।
আরও পড়ুন: নীরজ থেকে সিন্ধু, পদক জয়ের জন্য় ভারতের সেরা বাজি এই অ্যাথলিটরা