Asia Cup 2022: লৌহমানবী! বিরাটের সেঞ্চুরির পর অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ শোয়েব
Virat Kohli Century: বিরাট ছন্দে ফেরায় অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার।
দুবাই: এশিয়া কাপে (Asia Cup) ছন্দে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। ১০২১ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট। যে সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে। বিরাট ছন্দে ফেরায় অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার।
পাকিস্তানের প্রাক্তন পেসার বলেছেন, 'অনুষ্কা শর্মাকে কুর্নিশ। দারুণ। তুমি লৌহমানবী। আর বিরাট কোহলি ইস্পাতের তৈরি। বিরাট কোহলি, তোমাকে অভিনন্দন। তুমি স্নায়ুর যুদ্ধে জয়ী।'
View this post on Instagram
কোহলিকে শুভেচ্ছা
কোহলির শতরানের পর হাসান আলি সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, 'বিরাট কোহলি (ফর্মে) ফিরে এসেছে।' পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমিরের সঙ্গে বিরাটের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা ছিল। সেই আমির বলেছেন, 'অবশেষে অপেক্ষার অবসান ঘটল। কিংগ কোহলি দারুণ শতরান হাঁকাল।' আমির আর কোহলির সখ্যতা অবশ্য় নতুন নয়। এর আগেও আমিরকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট।
শতরান করার পর স্ত্রী অনুষ্কাকে ধন্যবাদ জানান কোহলি। তিনি বলেন, 'আমি জানি বাইরের জগতে আমায় নিয়ে অনেক চর্চা হচ্ছিল। আমি (শতরানের পর) আমার আংটিতে চুমু খাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, তার পিছনে আসল কৃতিত্ব একজনেরই। সেটা হল অনুষ্কা। এই শতরানটা আমি ওকে এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকাকে উৎসর্গ করতে চাই। অনুষ্কার সঙ্গে আমি সবসময় কথাবার্তা বলেছি এবং ও আমায় সমর্থন করেছে। তাই মাঠে ফিরে আমি মরিয়া হয়ে রানের পিছনে ছুটিনি। ছয় সপ্তাহের এই বিরতিটা আমায় দারুণ সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা ক্লান্ত ছিলাম। বিরতির পর আমি আবার নিজের খেলাটা উপভোগ করছি।'
আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?