এক্সপ্লোর
সুপারিশের চিঠি ছাড়া পুরস্কার মেলে না, অভিযোগ জ্বালা গুট্টার
![সুপারিশের চিঠি ছাড়া পুরস্কার মেলে না, অভিযোগ জ্বালা গুট্টার You Need Recommendations And Letters For Awards Jwala Gutta সুপারিশের চিঠি ছাড়া পুরস্কার মেলে না, অভিযোগ জ্বালা গুট্টার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/27164405/jwala-gutta-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: পদ্ম পুরস্কার না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ডাবলসে দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। তাঁর অভিযোগ, যাঁরা সুপারিশের চিঠি দেখাতে পারেন, শুধু তাঁদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয়। বাকিদের এই পুরস্কার দেওয়া হয় না।
বুধবার এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হয়েছে। কমনওয়েলথ গেমসে একবার সোনা ও একবার রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, উবের কাপে দু বার ব্রোঞ্জ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পরেও পদ্ম পুরস্কার পাননি জ্বালা।
সেই কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের জন্য আবেদন করার প্রথায় আমি বিশ্বাস করতাম না। কিন্তু সেটাই নিয়ম হওয়ায় আমি আবেদন করি। আমি মনে করেছিলাম, আমার খেলা দেখে দেশের মানুষ গর্বিত এবং আমি এই পুরস্কারের যোগ্য। কিন্তু এখন মনে হচ্ছে, সুপারিশ ছাড়া কাউকে পুরস্কারের যোগ্য বলে মনে করা হয় না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)