এক্সপ্লোর
আপনার পা খুব লম্বা, আমার আসনে বসুন, দলের ডিরেক্টরের জন্য বিমানে নিজের বিজনেস ক্লাস ছেড়ে দিলেন ধোনি
শুক্রবার রাত সাড়ে ন’টায় দুবাইয়ে নামার পর এয়ারপোর্টেই একদফা করোনা পরীক্ষা হয়েছে ধোনিদের। নিয়ামবলী মেনে আপাতত ছ’দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে প্রত্যেককে।
![আপনার পা খুব লম্বা, আমার আসনে বসুন, দলের ডিরেক্টরের জন্য বিমানে নিজের বিজনেস ক্লাস ছেড়ে দিলেন ধোনি 'Your legs are too long, sit in my seat, I'll sit in Economy', MS Dhoni gives his business class seat to CSK director আপনার পা খুব লম্বা, আমার আসনে বসুন, দলের ডিরেক্টরের জন্য বিমানে নিজের বিজনেস ক্লাস ছেড়ে দিলেন ধোনি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/23042817/Dhoni1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর আচমকা অবসর ঘোষণা নিয়ে এখনও চর্চা চলছে। তারই মাঝেই মহেন্দ্র সিংহ ধোনি ফের একবার প্রমাণ করলেন, কেন তিনি অন্যদের চেয়ে আলাদা। চেন্নাই সুপার কিংসের হয়ে দুবাই যাওয়ার বিমানে তিনি দলের ডিরেক্টরের জন্য নিজের ‘বিজনেস’ ক্লাসে বসার আসনটি ছেড়ে দিলেন। বসলেন গিয়ে ‘ইকোনমি’ ক্লাসে। ট্যুইট করে চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর কে জর্জ জন শুক্রবার নিজেই জানালেন সেকথা।
শুক্রবারই দুবাই উড়ে গিয়েছে সিএসকে দল। বিমানে জর্জের বসার সিটটি ছিল ইকোনমি ক্লাসের। ধোনির বিজনেস ক্লাসের। জর্জের সিটের সামনে পা রাখার জায়গা অনেকটাই কম ছিল। ব্যাপারটি লক্ষ্য করতেই ধোনি তাঁকে নিজের সিটটি ছেড়ে দেন। নিজে গিয়ে বসেন ইকোনমি ক্লাসের একটি সিটে। নিজের টুইটার হ্যান্ডেলে জর্জ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, ইকোনমি ক্লাসে বসেই সহ-অধিনায়ক সুরেশ রায়না এবং অন্যদের সঙ্গে কথা বলছেন ধোনি।
শুক্রবার রাত সাড়ে ন’টায় দুবাইয়ে নামার পর এয়ারপোর্টেই একদফা করোনা পরীক্ষা হয়েছে ধোনিদের। নিয়ামবলী মেনে আপাতত ছ’দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে প্রত্যেককে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)