Yuvraj On Stokes: 'যে কোনও দলের সম্পদ', কাকে দরাজ সার্টিফিকেট দিলেন যুবরাজ?
Ben Stokes Retirement: টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস (ben Stokes)। গতকাল নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই বিশ্বজুড়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সেই তালিকায় রয়েছেন যুবিও।

মুম্বই: কথায় আছে রতনে রতন চেনে। নিজের সময় ২২ গজে দাপটের সঙ্গে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের মধ্যে তাঁর নাম গন্য হত। সেই যুবরাজ সিংহের মুখে আরেক অলরাউন্ডারের (All Rounder) প্রশংসা। সদ্য আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্য়ান্ডের (England) টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস (ben Stokes)। গতকাল নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই বিশ্বজুড়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সেই তালিকায় রয়েছেন যুবরাজও।
স্টোকসকে শুভেচ্ছাবার্তায় কী বললেন যুবি?
নিজের সোশাল মিডিয়ায় ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের নায়ক বেন স্টোকসের প্রসঙ্গে বলতে গিয়ে যুবি বলেন, ''যে কোনও দলের কাছে ওঁ সম্পদ। একজন প্রকৃত অর্থেই বিশ্বমানের অলরাউন্ডার। খুব তাড়াতাড়ি অবসর নিয়ে নিলে। আমি বিশ্বাস করি, তোমার মধ্যে ওয়ান ডে ফর্ম্য়াটে পারফর্ম মতো আরও অনেক রসদ ছিল। তবে তোমাকে শুভেচ্ছা আগামীর জন্য।''
শেষ ওয়ান ডে খেলছেন স্টোকস
আজ চেস্টার-লি-স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নেমেছেন স্টোকস। ঘরের মাঠে এই ম্যাচ খেলেই তিনি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন বলে আগেই বলে দিয়েছেন স্টোকস। নিজের অবসরের কারণ হিসাবে স্টোকস জানান, 'তিন ফর্ম্যাট খেলাটা আমার জন্য আর সম্ভব হচ্ছে না। বাড়তি ম্যাচ খেলার চাপটা আমার শরীর তো নিতে পারছেই না, পাশাপাশি আমার মনে হচ্ছে আমি অন্য একজন খেলোয়াড়ের জায়াগায় নিয়ে নিচ্ছি যে জস (বাটলার) এবং দলকে নিজের ১০০ শতাংশ দিতে পারবে। এবার সময় এসেছে অন্য কারুর এগিয়ে আসার।'
স্টোকসের অবসরের ঠিক এই কারণ নিয়েই ইসিবিকে খোঁচা দিয়েছেন পিটারসেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, 'আমি একসময় এই বাড়তি ম্যাচের সূচি নিয়ে প্রতিবাদ জানিয়েই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা ছিলাম। পরিবর্তে ইসিবি আমায় টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও নির্বাসিত করেছিল....'






















