SAFF Championship: নিয়মরক্ষার ম্যাচ সুনীলদের, সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েত কতটা বেগ দেবে ভারতকে?
India vs Kuwait: মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামেও সে রকমই একটা ফুটবল-দ্বৈরথ দেখার আশায় গ্যালারিতে ভিড় করবেন ফুটবলপ্রেমীরা।
বেঙ্গালুরু: সেমিফাইনালের মহড়া বা নিজেদের পরখ করে নেওয়ার ম্যাচ, যাই বলুন, মঙ্গলবার কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের সামনে চ্যালেঞ্জ কিন্তু থাকছেই। তাও আবার একটা নয়, দু-দু’টো। এক, জিতে গ্রুপের সেরা দল হওয়ার চ্যালেঞ্জ। দুই, টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ। চলতি বছরে মাঠে নামার পর থেকে গোল না খেয়ে জেতার যে অভ্যাস করে ফেলেছে ভারতীয় ফুটবল দল, সেই অভ্যাস এই ম্যাচেও রাখতে চায় ছেত্রী-বাহিনী।
টুর্নামেন্টের দুই অপরাজিত দল মুখোমুখি হলে সেই দ্বৈরথে যে উত্তেজনার আঁচ পাওয়া যাবে, এমনই ধরে নেওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামেও সে রকমই একটা ফুটবল-দ্বৈরথ দেখার আশায় গ্যালারিতে ভিড় করবেন ফুটবলপ্রেমীরা।
দুই দলই টানা দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্ট অর্জন করে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। তাই এই ম্যাচে কোনও দলই অযথা ঝুঁকি নিতে যাবে না ঠিকই। তবে এটাও ঠিক যে, গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠলে শেষ চারের লড়াইয়ে অপর গ্রুপের দ্বিতীয় সেরার মুখোমুখি হতে হবে তাদের।
এই গ্রুপের সেরা দুই দল নির্ধারিত হয়ে গেলেও অপর গ্রুপের লড়াই এখনও চলছে। লেবানন দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে জায়গা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। জোর লড়াই বেধেছে বাংলাদেশ ও মলদ্বীপের মধ্যে। দুই দলই দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে বসে রয়েছে। বুধবার যদি লেবাননকে হারিয়ে দেয় মলদ্বীপ এবং বাংলাদেশ হারায় ভুটানকে, তা হলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ছয়। তখন কোন দুই দল শেষ চারে যাবে, সেটাই দেখার।
আপাতত ভারতীয় শিবিরের ফোকাস একটাই কুয়েত। যারা এই টুর্নামেন্টে নেপালকে ৩-১-এ ও পাকিস্তানকে ৪-০-য় হারিয়ে লিগের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি। বিশ্ব ক্রম তালিকায় ১৪৩ নম্বরে থাকলেও দলটা ছুটছে কিন্তু তাজা ঘোড়ার মতো। তাদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ৯৯ নম্বরে থাকা লেবানন ও ১০১ নম্বরে থাকা ভারতের চেয়ে কোনও অংশে কম যায় না তারা। তথ্য সংগ্রহ: আইএসএল