Apple Diwali Sale: উৎসবের মরসুমে শুরু হয়েছে অ্যাপেলের 'দিওয়ালি সেল', ৭০০০ টাকা পর্যন্ত ছাড় আইফোনে
Apple Festive Sale: আইফোন ১৩ এবং আইফোন ১৪- র বেস মডেলের দামে ৭০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে রয়েছে কিছু শর্ত।
Apple Festive Sale: অ্যাপেলের দিওয়ালি সেল (Apple Diali Sale) শুরু হয়ে গিয়েছে ভারতে। অ্যাপেল ইন্ডিয়া স্টোর (Apple India Store) এই সেল পর্যবেক্ষণ করছে। অর্থাৎ অ্যাপেল ইন্ডিয়া স্টোর থেকে কেনাকাটা করলেই যাবতীয় অফার পাবেন ক্রেতারা। সম্প্রতি আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছে। এই আইফোন সিরিজের মডেলেও থাকছে ছাড়। তবে নির্দিষ্ট ক্রেতাদের জন্য রয়েছে এই অফার। অ্যাপেল সংস্থা উৎসবের মরসুমে তাদের ফেস্টিভ সেলের জন্য যুক্ত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যামেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কের সঙ্গে। এই ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকবে। অ্যাপেলের এই ফেস্টিভ সেলে ক্রেতারা ৭০০০ টাকা পর্যন্ত অর্থাৎ ৭ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন যা আসলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এর ফলে বিভিন্ন অ্যাপেল প্রোডাক্টের দাম বেশ অনেকটাই কমে যাবে। তবে এই অফার পাওয়া যাবে কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের উপর। আর ৪১,৯০০ টাকার বেশি অর্ডার করলে তবেই অফার পাবেন ক্রেতারা।
অ্যাপেলের কোন কোন প্রোডাক্টে ছাড়
অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট যেমন আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস এবং আরও অনেক কিছুর উপরে রয়েছে ছাড়। লেটেস্ট সমস্ত প্রোডাক্ট যেমন আইফোন ১৪ সিরিজের ক্ষেত্রেও ছাড় দিচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ।
বিভিন্ন আইফোনের অফার
আইফোন ১৪ সিরিজ- লঞ্চের সময় এই আইফোন সিরিজের বেস মডেলের দাম শুরু হচ্ছিল ৭৯,৯০০ টাকা থেকে। অর্থাৎ আইফোন ১৪ ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম এটা ধার্য ছিল। তবে এখন HDFC এবং American Express ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই আইফোন কিনলে ৭০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এর ফলে আইফোন ১৪ ১২৮ জিবি মডেলের দাম কমে হবে ৭২,৯০০ টাকা। একই অফার প্রযোজ্য রয়েছে আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্লাস মডেলের ক্ষেত্রেও। এর চেয়ে কম দামে এখন ভারতে আইফোন ১৪ সিরিজের মডেল পাওয়া যাবে না।
আইফোন ১৩- এই আইফোন সিরিজের দাম শুরু হয়েছিল ৬৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৪ সিরিজের এই আইফোন ১৩ সিরিজের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ৭০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। ফলে আইফোন ১৩- র দাম কমে হবে ৬২,৯০০ টাকা। তবে এর থেকেও কম দামে আইফোন ১৩ পাবেন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে।
অ্যাপেলের ম্যাকবুক, এয়ারপডস, আইপ্যাডস, এয়ারট্যাগস এবং অন্যান্য আরও অনেক প্রোডাক্ট অ্যাপেলের ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে।
আরও পড়ুন- ভারতে আইফোন ১৪ তৈরি করছে অ্যাপেল কর্তৃপক্ষ, দাম কি কমবে?