Apple WWDC 2022 : আজ অ্যাপলের বহু প্রতীক্ষিত ইভেন্ট, আসতে পারে আইওএস 16, নতুন ম্যাক
Apple WWDC 2022 Live Streaming: এসে গেল সেই দিন। আজ অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট WWDC 2022 অনুষ্ঠিত হবে।
Apple WWDC 2022 Live Streaming: এসে গেল সেই দিন। আজ অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট WWDC 2022 অনুষ্ঠিত হবে। নতুন সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি, নয়া ম্যাকবুক এয়ারও আনতে পারে কোম্পানি। অটো সাইটগুলির মতে, অ্যাপল এই ইভেন্টেই নতুন প্রজন্মের আইওএস নিয়ে আসবে।
WWDC 2022 Live Streaming Time : কখন থেকে শুরু হবে অনুষ্ঠান ?
আজ ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শুরু হবে অ্যাপলের অনুষ্ঠান। অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও এটি অ্যাপলের ওয়েবসাইট www.apple.com অ্যাপল টিভি অ্যাপ ও অ্যাপল ডেভেলপার অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।
WWDC 2022 Event: কী কী লঞ্চ হতে পারে আজ ?
এবারও WWDC 2022 অনুষ্ঠানে সংস্থা বেশ কয়েকটি সফটওয়্যার-কেন্দ্রিক মডেলের দিকে মন দেবে। কোম্পানি আজ iOS 16, iPadOS 16, macOS 13, watchOS 9 ও tvOS 16 লঞ্চ করতে পারে। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, সংস্থা এতে একটি নতুন ম্যাক ডিভাইসও চালু করতে পারে। M2 সহ ম্যাকবুক এয়ার ছাড়াও এতে ম্যাক মিনি ও ম্যাক প্রো আনতে পারে কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্ট।
iOS 16 আসার সম্ভাবনা প্রবল
এই ইভেন্টে কোম্পানি আইওএস 16 এর মতোই আইপ্যাড ওএস 16 চালু করতে পারে। এটি ব্যবহারকারীদের উন্নত মাল্টি-টাস্কিং অভিজ্ঞতা দেবে। কোম্পানি কেবল আজ ডেডিকেটেড প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যার চালু করবে। অনেক রিপোর্টে বলা হয়েছে, WWDC-তে একটি নতুন ম্যাক ডিভাইস চালু হতে পারে। এতে নতুন ম্যাকবুক এয়ারও থাকতে পারে। এছাড়া আরও একটি ডিভাইস আনতে পারে অ্যাপল। তবে কোনও ফোন আসার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সেপ্টেম্বর মাসে অ্যাপল আইফোন ১৪ সিরিজ লঞ্চ করতে পারে। সেখানে থাকতে পারে বেশকিছু ভ্যারিয়েন্ট।
আরও পড়ুন : iPhone13 Price Update: আরও কমল আইফোন 13 এর দাম, কত হয়েছে জানেন ?