Asus Laptop: ভারতের বাজারে হাজির আসুসের নতুন জেনবুক, কত দাম এই ল্যাপটপের, কোথা থেকে কেনা যাবে
Asus Zenbook S 13 OLED: আসুসের এই ল্যাপটপে রয়েছে Windows 11 Home- এর সাপোর্ট। এর পাশাপাশি একটি 63Whr ব্যাটারি রয়েছে আসুস জেনবুক এস ১৩ OLED ল্যাপটপে। আর রয়েছে একটি OLED ডিসপ্লে।
Asus Laptop: ভারতে লঞ্চ হয়েছে আসুসের নতুন ল্যাপটপ। আসুসের বিভিন্ন ল্যাপটপ মডেলের মধ্যে জেনবুক (Asus Zenbook) বরাবরই বেশ জনপ্রিয়। এবার ভারতে লঞ্চ হয়েছে আসুস জেনবুক এস ১৩ OLED ল্যাপটপ (Asus Zenbook S 13 OLED)। অর্থাৎ এই ল্যাপটপে রয়েছে একটি OLED ডিসপ্লে। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে Intel Core Ultra 7 155U CPU- এর সাপোর্ট। এই ল্যাপটপের OLED ডিসপ্লের মধ্যে ইউজাররা পাবেন 2.8K রেজোলিউশন। এছাড়াও আসুসের এই ল্যাপটপে রয়েছে Windows 11 Home- এর সাপোর্ট। এর পাশাপাশি একটি 63Whr ব্যাটারি রয়েছে আসুস জেনবুক এস ১৩ OLED ল্যাপটপে।
ভারতে আসুস জেনবুক এস ১৩ OLED ল্যাপটপের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে
এই ল্যাপটপের দাম ভারতে ১,২৯,৯৯০ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দু'জায়গা থেকেই এই ল্যাপটপ কেনা যাবে। এর পাশাপাশি আসুস ই-শপ এবং আসুসের এক্সক্লুসিভ স্টোর এবং আসুস সংস্থার অন্যান্য অংশীদারদের রিটেল স্টোর থেকেও এই ল্যাপটপ কেনা যাবে।
আসুস জেনবুক এস১৩ OLED (UX5304MA)- এই ল্যাপটপে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক
- এই ল্যাপটপে ১৩.৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। সেখানে রয়েছে Dolby Vision সাপোর্ট। এই ডিসপ্লে একটি OLED ডিসপ্লে যেখানে ইউজাররা 2.8K (2,880x1,800 pixels) রেজোলিউশন পাবেন।
- আসুসের এই ল্যাপটপে রয়েছে Windows 11 Home- এ সাপোর্ট এবং Intel Core Ultra 7 155U প্রসেসর। এর সঙ্গে রয়েছে ইন্টেল গ্রাফিক্স এবং ৩২ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম। এছাড়াও রয়েছে ১ টিবি পর্যন্ত PCIe Gen 4.0x4 M.2 SSD স্টোরেজ।
- আসুসের এই ল্যাপটপে ইউজাররা পাবেন একটি ১৮০ ডিগ্রি hinge, এর ফলে বিভিন্ন দিক থেকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে স্ক্রিনের ডিসপ্লে ভালভাবে দেখা যাবে। ইউজারদের ভিউয়িং এক্সপিরিয়েন্স অর্থাৎ ল্যাপটপের স্ক্রিনে দেখার অভিজ্ঞতা ভাল হবে।
- আসুসের এই ল্যাপটপে রয়েছে Harman Kardon- এর স্পিকার। এই ল্যাপটপে দুটো স্পিকার রয়েছে। সেখানে আবার Dolby Atmos সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন। ইনপুটের জন্য এই ল্যাপটপে রয়েছে একটি ErgoSense টাচপ্যাড। এর মধ্যে রয়েছে AiSense ক্যামেরা, একটি IR ক্যামেরা, যার সঙ্গে আবার যুক্ত রয়েছে ambient লাইট ও কালার সেনসর। এই ল্যাপটপে একটি মেটার চেসিসও লক্ষ্য করা যাবে।
- আসুসের এই জেনবুক মডেলে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই 6E (802.11ax), ব্লুটুথ ৫.২, ইউএসবি ৩.২ Gen 2 Type-A পোর্ট, একটি কম্বো অডিও জ্যাকের সাপোর্ট। এছাড়াও রয়েছে দুটো Thunderbolt 4 USB Type-C পোর্ট যার সাহায্যে ল্যাপটপে চার্জ দেওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে একটি স্ট্যান্ডার্ড HDMI 2.1 পোর্ট।
- এই ল্যাপটপে 63Whr ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ল্যাপটপে। আসুসের এই জেনবুকের ওজন হতে পারে প্রায় ১ কিলোগ্রাম।
আরও পড়ুন- রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে?