Gaming Smartphones Under Rs 20000: ফোনেই গেম খেলতে পছন্দ করেন? ভারতে ২০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এই গেমিং ফোনগুলি
Gaming Phone: অত্যাধুনিক এবং উন্নত ও হাই-এন্ড ভিডিও গেম খেলার জন্য ভারতে বাজারে ২০ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন রয়েছে, রইল তারই তালিকা।
Gaming Smartphones Under Rs 20000: আপনার কি ভিডিও গেম (Video Games) খেলার মারাত্মক নেশা রয়েছে। স্মার্টফোনে (Gamig Phones) গেমের মধ্যে বুঁদ হয়ে থাকতে পছন্দ করেন অবসরে। তাহলে ভারতের বাজারে ২০ হাজার টাকার মধ্যে যে গেমিং স্মার্টফোনগুলি আপনি কিনতে পারবেন তার একটি তালিকা দেখে নিন একঝলকে।
ইনফিনিক্স নোট ৩০ ৫জি
ইনফিনিক্স সংস্থার এই ফোন একটি আদর্শ গেমিং ফোন। এখানে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি পালস এইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। ইনফিনিক্স ওট ৩০ ৫জি ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।
রিয়েলমি নারজো ৬০ ৫জি
এই ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন এবং সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে আর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর রয়েছে রিয়েলমি নারজো সিরিজের এই গেমিং ফোনে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি
ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনার স্টোরেজ যুক্ত রয়েছে। ওয়ানপ্লাস সংস্থা নিজস্ব OxygenOS 13 যা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটং সফটওয়্যার বেসড তার সাপোর্ট রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। আর রয়েছে ২০০ শতাংশ আলট্রা ভলিউম মোড। ফলে গেম খেলার সময় সাউন্ডের ক্ষেত্রে দুরন্ত অভিজ্ঞতা পাবেন ইউজাররা। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
মোটোরোলা জি৫৪ ৫জি
মোটোরোলা জি সিরিজের এই ৫জি মডেলে রয়েছে একটি ২.২ গিগা হার্টজের অক্টা কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলটড়া ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরা সেটআপে একগুচ্ছ স্পেসিফিকেশন রয়েছে।