Jio plans under 500: ৫০০ টাকার কমে জিও-র আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, দৈনিক ২ জিবি ডেটার সুবিধা
Jio Recharge Plans: ৫০০ টাকার কমে রিলায়েন্স জিও-র এইসব প্রিপেড রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা ছাড়াও রয়েছে অনেক সুবিধা।
আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও সংস্থা। আপাতত ভারতে জিও-র ৪জি পরিষেবাও যথেষ্ট জনপ্রিয়। একাধিক সুযোগ সুবিধা রয়েছে জি-র বিভিন্ন প্রিপেড রিচার্জ প্ল্যানে। ৫০০ টাকার কমে জিও-র বেশ কয়েকটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। এইসব রিচার্জ প্ল্যানের সাহায্যে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। এবার একনজরে দেখে নেওয়া যাক ৫০০ টাকার কমে জিও-র কয়েকটি রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি যেখানে দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে।
২৪৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যান- রিলায়েন্স জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৩ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। অর্থাৎ মোট ৪৬ জিবি ডেটা পাওয়া যাবে জিও-র এই প্রিপেড রিচার্জ প্ল্যানে। এর সঙ্গে থাকছে ১০০ এসএমএস (প্রতিদিন), আনলিমিটেড কল (যেকোনও নেটওয়ার্কে) এবং বিভিন্ন জিও অ্যাপস যেমন- জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।
২৯৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যান- ৫০০ টাকার কমে জিও-র এই প্ল্যানেও দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। আনলিমিটেড কল এবং ১০০ এসএমএসের সুবিধার পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান- রিলায়েন্স জিও- র আরও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যার মূল্য ৫৩৩ টাকা। এই প্ল্যানের খরচ ৫০০ টাকা পার হয়েছে ঠিকই। একই সঙ্গে বেড়েছে প্ল্যানের মেয়াদ এবং ডেটার পরিমাণ। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি ডেটা পেলে মোট ১১২ জিবি ডেটা পাবেন ইউজাররা। এর সঙ্গে থাকছে ১০০ এসএমএস (প্রতিদিন), আনলিমিটেড কল (যেকোনও নেটওয়ার্কে) এবং বিভিন্ন জিও অ্যাপস যেমন- জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।
শুধুমাত্র রিলায়েন্স জিও নয়, ৫০০ টাকার কমে ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলেও রয়েছে দৈনিক ২ জিবি ডেটার সুবিধা যুক্ত একাধিক প্ল্যান। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই সংস্থাও ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করবে। শোনা গিয়েছে, এয়ারটেল কর্তৃপক্ষও সম্ভবত অক্টোবরেই লঞ্চ করবে তাদের ৫জি পরিষেবা।
আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে রিয়েলমি সি৩৩, লঞ্চ কবে?