Boat Smart Ring: আংটিই খেয়াল রাখবে আপনার স্বাস্থ্যের, রয়েছে আরও অনেক সুবিধা, ভারতে হাজির বোটের 'স্মার্ট রিং'
Smart Wearable Device: একটিই রঙে, মেটালিক সিলভার শেডে লঞ্চ হয়েছে বোটের এই স্মার্ট রিং। দাম ৮৯৯৯ টাকা। কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে।
Boat Smart Ring: ইয়ারবাডস, হেডফোন, স্মার্টওয়াচের পর এবার স্মার্ট রিং (Smart Ring) লঞ্চ করেছে বোট (Boat) সংস্থা। এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস আসলে একটি হেলথ মনিটরিং ডিভাইস (Health Monitoring Device)। আংটির মতো পরে নেওয়া যাবে বোটের এই স্মার্ট রিং। আর তার সাহায্যেই পরিমাপ করা যাবে আপনার স্বাস্থ্যের খুঁটিনাটি বিষয়। বোট কর্তৃপক্ষ জানিয়েছে এই স্মার্ট রিং তৈরি করা হয়েছে হাল্কা ওজনে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এই ওয়ারেবল ডিভাইস। ব্যবহার করাও যথেষ্ট সুবিধাজনক।
ভারতে বোটের এই স্মার্ট রিং- এর দাম
একটিই রঙে, মেটালিক সিলভার শেডে লঞ্চ হয়েছে বোটের এই স্মার্ট রিং। দাম ৮৯৯৯ টাকা। কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। সাইজের ক্ষেত্রে তিনটি অপশন রয়েছে- ১৭.০৪ মিলিমিটার, ১৯.১৫ মিলিমিটার, ২০.৮৫ মিলিমিটার।
বোটের স্মার্ট রিং- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- বিভিন্ন হেলথ প্যারামিটার পরিমাপের ক্ষেত্রে সাহায্য করবে বোটের এই স্মার্ট রিং। হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) লেভেল, ঘুম, দৈহিক তাপমাত্রা, কত পদক্ষেপ হেঁটেছেন, ক্যালোরি কত ঝরেছে এগুলি পরিমাপ করা যাবে বোট রিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
- বোট স্মার্ট রিং- এ সাপোর্ট করছে যে বোট রিং অ্যাপ তা উপলব্ধ রয়েছে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে। বেশ কিছু স্পোর্ট মোডও এই অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে।
- মিউজিক প্লেব্যাকের ক্ষেত্রে পজ, রিজিউম, ট্র্যাক অর্থাৎ গান পরিবর্তন এইসব ফিচার দরকার হয়। বোটের স্মার্ট রিং- এর মধ্যে এইসব ফিচার বা জেসচার রয়েছে। কোনও স্মার্টফোনের সঙ্গে এই রিং যুক্ত থাকলে এইসব ফিচারের সাহায্যে ছবি তোলাও সম্ভব। তাই বোটের এই স্মার্ট রিং রিমোট হিসেবে ব্যবহার করে গ্রুপ ছবিও তোলা সম্ভব।
- শর্ট ফর্ম ভিডিও অ্যাপের ক্ষেত্রে নেভিগেটর হিসেবে কাজ করতে পারে বোটের এই স্মার্ট রিং। ডিভাইস সুইপিংয়ের মাধ্যমে এই বিশেষ সুবিধা পাবেন ইউজাররা।
- আপদকালীন পরিস্থিতিতে বোটের এই স্মার্ট রিং- এর মাধ্যমে SOS calls অ্যাক্টিভেট করার সুবিধাও থাকবে, এমনটাই জানিয়েছে বোট সংস্থা। সেরামিক এবং মেটালিক উপকরণ দিয়ে তৈরি হয়েছে বোটের এই স্মার্ট রিং।
- এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ফিচার। জলের নীচে ৫০ মিটার পর্যন্ত ক্ষতি হবে না এই স্মার্ট রিংয়ের। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে এই স্মার্ট রিংয়ের। বোট সংস্থা জানিয়েছে, এই স্মার্ট রিংয়ের সঙ্গে থাকছে একটি চার্জার।
আরও পড়ুন- আনছে নিজস্ব স্টকব্রোকিং প্ল্যাটফর্ম, কী নাম রাখল কোম্পানি ?