BSNL: ১০০ টাকারও কম খরচে দেখতে পাবেন ৪৫০ লাইভ টিভি চ্যানেল ! গ্রাহকদের কী চমক দিল BSNL ?
BSNL BitV: দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের নির্দেশ মেনে এই উদ্যোগ নিয়েছে বিএসএনএল। এর মাধ্যমে মোবাইলের গ্রাহকরা অতিরিক্ত কোনো টাকা খরচ না করেই টিভি পরিষেবা পেয়ে যাবেন।

BSNL BiTV: ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা। এই টেলিকম অপারেটর সংস্থা সম্প্রতি গ্রাহকদের জন্য চালু করেছে বিআইটিভি পরিষেবা। এটি একটি ডিরেক্ট টু মোবাইল টিভি পরিষেবা (BSNL BiTV) যার মাধ্যমে আপনি ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন। ওটিটি প্লে-র সঙ্গে পার্টনারশিপে এই পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর মাধ্যমে মোবাইলের গ্রাহকরা অতিরিক্ত কোনো (BSNL Recharge) টাকা খরচ না করেই টিভি পরিষেবা পেয়ে যাবেন।
অনেক কম খরচে টিভি পরিষেবা পাবেন
বিএসএনএল সম্প্রতি ঘোষণা করেছে এই নতুন টিভি পরিষেবা (BSNL BiTV) পাওয়ার জন্য এক টাকাও অতিরিক্ত খরচ করতে হবে না টেলিকম অপারেটরকে। দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের নির্দেশ মেনে এই উদ্যোগ নিয়েছে বিএসএনএল। এর আগে সাশ্রয়ী মূল্যে শুধু ভয়েস কলিং রিচার্জ প্ল্যান আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিএসএনএল।
ভয়েস ওনলি প্ল্যান
- ৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ১৭ দিন। ৯৯ টাকা খরচ করে গ্রাহকরা খুব সহজেই আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং পরিষেবা পাবেন সারা ভারতের মধ্যে।
- ৪৩৯ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৯০ দিন। ৪৩৯ টাকা খরচ করে আপনি একদিকে পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে এবং তার সঙ্গে থাকবে ৩০০টি ফ্রি এসএমএসের পরিষেবাও।
BiTV কী ?
এই বিআইটিভি হল বিএসএনএলের (BSNL BiTV) ডিরেক্ট মোবাইল টু টিভি পরিষেবা যেখানে আপনি অনেক কম খরচে ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি। ৩০০টিরও বেশি টিভি চ্যানেল বিনামূল্যে দেখার সুযোগ পাওয়া যাচ্ছিল এর ট্রায়াল পর্বে। তবে এবার থেকে দেশের সমস্ত বিএসএনএলের সিমকার্ড হোল্ডারদের এই সুবিধে দেওয়া হবে।
কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না
বিএসএনএলের মোবাইল রিচার্জ প্ল্যান নেওয়া থাকলেই এই বিআইটিভির পরিষেবা পাওয়া যাবে। বিআইটিভি অ্যাপে গিয়ে এই পরিষেবা পাওয়া যাবে, স্মার্টফোন ব্যবহারকারীরা এর মাধ্যমে তাদের পছন্দের টিভি শো, ওয়েব সিরিজ দেখতে পাবেন। এবার বিএসএনএলের মাধ্যমে গ্রাহকরা অনেক কম খরচে বিনোদনের রসদ পেয়ে যাবেন।
আরও পড়ুন: ATM Withdrawal: ATM থেকে টাকা তুলতেও বাড়বে খরচ ? কী নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক ?





















