Byju Layoffs: হোয়াটসঅ্যাপ কলেই ছাঁটাই! এক হাজার কর্মীকে ছাঁটাই করল Byju
Layoffs: কয়েক মাসে আগেই ২৫০০ কর্মী চাকরি খুইয়েছিলেন Byju সংস্থা থেকে। সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও এক হাজার কর্মী।
Byju Layoffs: গুগলের পর এবার কর্মী ছাঁটাই শুরু করেছে edtech company Byju। এর আগেও কর্মী ছাঁটাই করেছে Byju কর্তৃপক্ষ। গতবছর অক্টোবর মাসে কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা। নতুন পর্যায়ে ওয়ার্কফোর্স ১৫ শতাংশ কমিয়ে দিয়েছে Byju কর্তৃপক্ষ। প্রায় ১০০০ কর্মী চাকরি হারিয়েছেন এই পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়ায়। কয়েক মাসে আগেই ২৫০০ কর্মী চাকরি খুইয়েছিলেন Byju সংস্থা থেকে। সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও এক হাজার কর্মী। জানা গিয়েছে, সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং টিম থেকে ৩০০ জনকে ছাঁটাই করা হয়েছে Byju সংস্থায়। এর পাশাপাশি লজিস্টিক্স টিমের কর্মক্ষমতা ৫০ শতাংশ কমে গিয়েছে। সমস্ত ফ্রেশারদেরও সরিয়ে দেওয়া হয়েছে এই edtech কোম্পানি থেকে। যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাঁদের কোনও অফিশিয়াল মেলও পাঠানো হয়নি। এই তথ্য ফাঁস হয়েছে অনলাইনে, শুরু হয়েছে জলঘোলাও। আর তাই হোয়াটসঅ্যাপ কলে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে Byju কর্তৃপক্ষ।
সূত্রের খবর, যুক্তি এবং ভিত্তিহীন কারণে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। অনেককে উপরমহল থেকে বলা হয়েছে তাঁরা কোম্পানিকে যথেষ্ট আয় দিতে পারছে না। তাই তাঁদের ছাঁটাই করা হচ্ছে। আবার Byju থেকে ছাঁটাই হয়ে যাওয়া অনেক কর্মী বলছেন কোম্পানির তরফে তাঁদের জানানো হয়েছে যে সংস্থায় আর্থিক সমস্যা চলছে। আর তাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ভবিষ্যতের জন্য সংস্থা আর্থিক সাশ্রয় করতে চায়। গতবছর থেকে একাধিক প্রযুক্তি সংস্থা এই একই পথে হাঁটছে। তবে এর মাঝেও ইন্টেলের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেনি। বরং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেতন কমানো হয়েছে সবস্তরে। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেতন কমানো হয়েছে।
OLX Layoffs: বিশ্বের তাবড় কোম্পানিগুলির পথে হাঁটল OLX। এবার অনলাইনে কেনাবেচার এই কোম্পানিও বিশ্বজুড়ে শুরু করল ছাঁটাই অভিযান। কোম্পানির তরফে জানানো হয়েছে,সংস্থার চাহিদা কমার ফলেই এই সিদ্ধান্তের পথে হেঁটেছে তারা। কোম্পানির ছাঁটাই নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে OLX কর্তৃপক্ষ। সংস্থার মুখপাত্র জানিয়েছেন,কোম্পানির খরচ কমানোর জন্যই এই পথে হাঁটতে হয়েছে ওএলএক্স-কে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কাজ করছে কোম্পানি।
Philips Layoffs: তবে একা এই ছাঁটাই অভিযানে নামেনি ওএলএক্স। সম্প্রতি একই কাজ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ফিলিপ্স। ৬০০০ কর্মীকে ছাঁটাই করেছে এই ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। এখানেই শেষ নয়, টেক বিশ্বে মাইক্রোসফট, গুগল ছাড়াও বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছেন।
আরও পড়ুন- ফের ছাঁটাইয়ের হুঁশিয়ারি ফিলিপ্স সংস্থার, চাকরি হারাতে পারেন ৬০০০- এর বেশি কর্মী