Flipkart Big Saving Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেল শুরু হতে চলেছে, কোন কোন ফোনের দাম কমতে চলেছে?
Flipkart Smartphone Offers: ১০ হাজার টাকার কমে স্মার্টফোন কিনতে চাইলে আপনার জন্য থাকছে মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৩৪।
Flipkart Big Saving Days Sale: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart India) শুরু হতে চলেছে বিগ সেভিং ডে সেল (Flipkart Big Saving Days Sale)। ফ্লিপকার্টে এই সেল শুরু হবে ৩ মে এবং তা চালু থাকবে ৯ মে পর্যন্ত। ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১২, আইফোন ১৪ এবং আইফোন ১৫- র দামে থাকতে চলেছে ব্যাপক ছাড়। আইফোন ছাড়াও ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে কোন কোন ফোনের দামে অফার রয়েছে, দেখে নিন।
মোটোরোলার বিভিন্ন ফোনের অফার
মোটোরোলা এজ ৫০ প্রো- ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে এই ফোন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়।
মোটোরোলা এজ ৪০ নিও- ফ্লিপকার্টে সেলে মোটোরোলার এই ফোন কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়।
মোটো জি৬৪- মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনের দাম ফ্লিপকার্টে সেলে হতে চলেছে ১২,৯৯৯ টাকা।
মোটো জি৩৪- এই ফোন ফ্লিপকার্ট থেকে ৯৯৯৯ টাকায় কেনা যাবে।
পোকো সংস্থার বিভিন্ন ফোনে অফার
ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে পোকো এম৬ ফোন কেনা যাবে ৭৯৯৯ টাকায়। পোকো এক্স৬ প্রো, পোকো এম৬ প্রো, ভিভো টি৩ ফোনের দামেও রয়েছে ছাড়। পোকো এক্স৬ ফোনের দাম ১৭,৯৯৯ টাকা ধার্য হয়েছে ফ্লিপকার্টে। আর আইফোন ১২- র দাম হয়েছে ৩৯,৪৯৯ টাকা।
গুগল পিক্সেল ৭এ ফোনের দাম কমে হয়েছে ৩১,৯৯৯ টাকা। এর পাশাপাশি গুগল পিক্সেল ৮ ফোনের দাম কমে হয়েছে ৪৯,৯৯৯ টাকা। আইফোন ১৪- র দাম ৫৫,৯৯৯ টাকা ধার্য হয়েছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে। লেটেস্ট আইফোন ১৫ মডেলও কেনা যাবে আকর্ষণীয় ছাড়ে।
আইফোন ১৫ সিরিজ
ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে আইফোন ১৫- র দাম ৫৮,৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই ফোনের আসল দাম ৭৯,৯০০ টাকা। ক্রেতারা এই ফোনের দামে ৮৯০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। তার ফলে ফোনের দাম কমে হবে ৭০,৯৯৯ টাকা। এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ক্রেতারা অতিরিক্ত ৪০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ৬৬,৯৯৯ টাকা। এছাড়াও ফ্লিপকার্টে এই ফোনের ক্ষেত্রে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। ৮০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। তার ফলে আইফোন ১৫- র দাম কমে হবে ৫৮,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ফ্লিপকার্টে একসঙ্গে দাম কমল আইফোন ১২ এবং ১৪- র, কত টাকা কমে কিনতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।