Mumbai Apple Store : একে অপরকে ধাক্কা, থাপ্পড়, ধস্তাধস্তি ; নতুন iPhone 17 কিনতে গিয়ে তুলকালাম পরিস্থিতি মুম্বইয়ের স্টোরে
Apple Store in Mumbai: ভিডিওতে এমনও দেখা গেছে, ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষী লাল জামা পরা একজনকে ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছেন।

মুম্বই : নতুন iPhone 17 ফোন কেনার জন্য তুলকালাম বেঁধে গেল মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের Apple স্টোরে। ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা PTI। তাতে দেখা গেছে, বহু গ্রাহক জড়ো হয়েছেন। ধস্তাধস্তির পরিস্থিত। গ্রাহকদের কেউ কেউ আবার একে অপরকে ধাক্কা, থাপ্পড় মারতে থাকেন। ভিডিওতে এমনও দেখা গেছে, ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষী লাল জামা পরা একজনকে ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সাদা শার্ট পরা আরেকজন ক্রেতা, আক্রমণকারীকে আটকে রাখেন এবং গার্ড ঠিক আছে কি না জানতে চান। এই সমস্ত ঘটনার পরপরই, লাঠি হাতে তৃতীয় একজন নিরাপত্তারক্ষীকে দেখা যাচ্ছে, কিন্তু একা তিনি কিছুই করতে পারছে না। তারপর সাদা-কালো শার্ট পরা আরেকজনকে ভিড়ের মধ্য থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এবার সশস্ত্র প্রহরী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। প্রসঙ্গত, অ্যাপল ভারতজুড়ে তার নতুন লঞ্চ হওয়া আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু করেছে, যার ফলে মুম্বই এবং দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলির বাইরে প্রচুর ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে।
#WATCH | Maharashtra: A large number of people throng the Apple store in Mumbai's BKC as the company begins its iPhone 17 series sale in India from today pic.twitter.com/f6DOcZC5Yk
— ANI (@ANI) September 19, 2025
কিছু ক্রেতা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, নিরাপত্তার অভাবের কারণেই মুম্বইয়ে এই ঘটনা ঘটেছে। আমদাবাদ থেকে আসা এক ক্রেতা মোহন যাদব জানান, তিনি ভোর ৫টা থেকে অপেক্ষা করছেন এবং অনেকেই লাইন কেটে যাওয়ার চেষ্টা করছেন, যার জেরে প্রবেশ পথে ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
নয়া দিল্লির সাকেতে অবস্থিত সিলেক্ট সিটিওয়াক মলে অ্যাপেল আউটলেটের বাইরেও একই রকম ভিড় দেখা গেছে, যেখানে ক্রেতারা নতুন আইফোন কেনার জন্য রাতভর অপেক্ষা করেছেন।
অ্যাপেলের অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে অ্যাপেলের নতুন প্রোডাক্টগুলি। অথরাইজড অ্যাপেল রিটেল আউটলেটগুলি থেকেও কেনা যাবে অ্যাপেল ১৭ সিরিজের ফোন এবং অন্যান্য প্রোডাক্ট। প্রি-অর্ডার করা যাবে ক্রোমা এবং বিজয় সেলস থেকেও। আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।























