Redmi Note 11T 5G এ মাসেই ভারতে, জানেন কী আছে ফোনে ?
Redmi Note 11T 5G Update : চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 series-এর স্পেকস দেখা যাবে এই ফোনে। সেই অনুযায়ী নতুন এই ডিভাইসে থাকতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।
নয়াদিল্লি: খবর সামনে আসছিল কয়েকদিন ধরেই। এবার ফোনের ভারতে আসার দিন নিশ্চিত করল কোম্পানি।আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 11T 5G।
গত মাসেই চিনে লঞ্চে হয়েছে Redmi Note 11 5G। টেক ব্লগারদের ধারণা, এই ফোনকেই ভারতে নতুন নাম দিয়ে আনছে শাওমি। এই ফোনের সঙ্গে সঙ্গে Redmi Note 11 series-এর দেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে যাবে।গত বছরই বাজেট ফোনের সেগমেন্টে Redmi Note 10 series 5G এনে চমক দিয়েছিল শাওমি। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছিল সেই মডেলে।চলতি বছরের শুরুতেই Redmi Note 10T 5G ফোন এনেছে শাওমি। এবার পুরোনো মডেলের সাফল্য বজায় রাখতে আসছে নতুন Redmi Note 11T 5G।
Redmi Note 11T 5G-এর স্পেসিফিকেশন: চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 series-এর স্পেকস দেখা যাবে এই ফোনে। সেই অনুযায়ী নতুন এই ডিভাইসে থাকতে পারে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। পাশাপাশি ডিভাইসে ৯০ হার্টজের রিফ্রেস রেট দিতে পারে কোম্পানি। MediaTek Dimensity 810 চিপসেট থাকার কথা ফোনে।৮ জিবি ২৫৬-র সর্বোচ্চ ভ্যারিয়েন্ট আসতে পারে ফোনে। সঙ্গে থাকবে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এরই সঙ্গে থাকতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।
Redmi Note 11T 5G-এর সম্ভাব্য ক্যামেরা:
ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে ৮ মেগার সেকেন্ডারি সেন্সর। ভালো সেলফি তোলার জন্য কোম্পানি ১৬ মেগাপিক্সেলের শ্যুটার দিতে পারে ফোনে।
Redmi Note 11T 5G-এর সম্ভাব্য দাম:
চিনে Redmi Note 11 5G-এর দাম রাখা হয়েছে CNY ১১৯৯ যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৪,০০০ টাকা।৪ জিবি ১২৮ জিবি মডেলের এই দাম রেখেছে শাওমি। পাশাপাশি ৬ জিবি ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে CNY ১২৯৯ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৪০০ টাকা। টেক সাইটগুলোর মতে, Redmi Note 11T 5G দাম হতে পারে ১৫,০০০ টাকার মধ্যে।
আরও পড়ুন : Samsung Galaxy S21 FE: ফ্ল্যাগশিপের মতো স্পেকস, এই দিন আসছে স্যামসাঙের ফ্যান এডিশন
আরও পড়ুন : Poco M4 Pro 5G: ২০ হাজারের বাজেটে ধামাকা ফোন, মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার আনল পোকো