Samsung Galaxy Update:ঝড়ের গতিতে প্রি অর্ডার, চাহিদা তুঙ্গে স্যামসাঙের Galaxy S22 series-এর
Samsung Galaxy Update: স্যামসাঙ ইলেক্ট্রনিক্সের তরফে বলা হয়েছে, এই দুটি মডেলের জন্য প্রচুর পরিমাণ প্রি অর্ডার এসেছে। ঘোষণার প্রথম সপ্তাহের মধ্যেই, রেকর্ড প্রি-অর্ডার এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
সিওল: নতুন একটি ফোন এবং একটি ট্যাবলেট খোলা বাজারে এনেছে স্যামসাঙ (samsung)। দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাটি বাজারে এনেছে তাদের নতুন ফোন galaxy s22 এবং galaxy tab s8। দক্ষিণ কোরিয়া এবং আরও ৪০টি দেশে বাজারে এল স্যামসাঙের এই নতুন দুই মডেল। galaxy S সিরিজের নতুন এই ফোন ও ট্যাব দুটি আগের মডেলগুলির তুলনায় অনেক বেশি আধুনিক। প্রযুক্তিক্ষেত্রেও অনেক উন্নত, দাবি করেছে সংস্থাটি। রাতের বেলায় ছবি তোলার জন্য অনেকবেশি সুবিধেজনক গ্যালাক্সির নতুন সিরিজের মডেলের ক্যামেরা (camera)।
স্যামসাঙ ইলেক্ট্রনিক্সের তরফে বলা হয়েছে, তাদের এই দুটি মডেলের জন্য প্রচুর পরিমাণ প্রি অর্ডার এসেছে। Samsung galaxy-এর এই সিরিজের মডেল হাতে পেতে আগেই বুকিং করতে হবে বলে জানিয়েছিল সংস্থা। ঘোষণার প্রথম সপ্তাহের মধ্যেই, রেকর্ড প্রি-অর্ডার এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। এখনও পর্যন্ত স্যামসাঙের যে কয়টি স্মার্টফোন এবং ট্যাবলেট বাজারে এসেছে, সেগুলির মধ্যে নতুন এই মডেলের জন্য প্রি অর্ডার সবচেয়ে বেশি বলে দাবি সংস্থার। galaxy S সিরিজে এর আগের মডেল ছিল galaxy s21। সেটির থেকেও দ্বিগুণ প্রি-অর্ডার হয়েছে Galaxy S22 series— এর Galaxy S22, Galaxy S22 Plus and Galaxy S22 Ultra মডেলের জন্য।
দক্ষিণ কোরিয়ায় ১৪ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রি অর্ডার চলেছে। এতদিনে মোট অর্ডার হয়েছে ১.০২ মিলিয়ন ফোনের। সারা পৃথিবীতে সেই সংখ্যাটি কত, সেই নিয়ে কিছু জানায়নি স্যামসাঙ। সিরিজের তিনটি মডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Galaxy S22 Ultra। সূত্রের খবর, তিনটি মডেলের মোট প্রি অর্ডারের মধ্যে ৬০ শতাংশই Ultra-মডেলের জন্য়। এর সঙ্গে রয়েছে built-in S pen, যা গ্যালাক্সি সিরিজের কোনও ফোনে প্রথম।
চাহিদা রয়েছে Galaxy tab s8 series-এরও। আগের মডেলটি ছিল Galaxy Tab S7। সেটির তুলনায় S8 সিরিজের ট্যাবের প্রি অর্ডার দ্বিগুণেরও বেশি।
শুধুমাত্র নতুন প্রযুক্তিই নয়। পরিবেশ সচেতনতার বার্তাও জড়িয়ে রয়েছে S22 সিরিজের সঙ্গে। পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই সিরিজের ফোন, জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা।
আরও পড়ুন: ভারতের বাজারে samsung galaxy tab S8 series,আকর্ষণীর ফিচারের সঙ্গে দুর্দান্ত অফার