Infinix Gaming Phone: গেম খেলতে ভালবাসেন? ইনফিনিক্স ভারতে আনল নতুন ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Infinix GT 30 Pro 5G: ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা।

Infinix Gaming Phone: ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন (Infinix GT 30 Pro 5G) লঞ্চ হয়েছে ভারতে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কাস্টোমাইজেবল এলইডি লাইট ডিজাইন। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স জিটি ২০ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন। ইনফিনিক্সের নতুন ৫জি ফোন একটি গেমিং ফোকাসড মডেল। গেমিং ফোনে ইউজারদের জন্য যা যা প্রয়োজনীয় যেমন- শোল্ডার ট্রিগার, XBoost গেমিং ইঞ্জিন, ৬ স্তরের থ্রিডি ভেপার কুলিং চেম্বার- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ই-স্পোর্টস মোড।
ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ইনফিনিক্সের এই গেমিং ফোনের ৮ জিবি র্যাম কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। অর্থাৎ ২০০০ টাকা ছাড় রয়েছে। বিক্রির প্রথম দিন এই অফার পাওয়া যাবে। আগামী ১২ জুন দুপুর ১২টায় এই ফোনের বিক্রি শুরু হবে। ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন। ব্লেড হোয়াইট মডেলের রেয়ার প্যানেলে রয়েছে এলইডি লাইট প্যানেল। আর ডার্ক ফ্লেয়ার ফোনের ব্যাক প্যানেলে রয়েছে আরজিবি এলইডি লাইট ইউনিট।
ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- ৬.৭৮ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্ট রয়েছে এই স্ক্রিনে। নিরাপত্তার জন্য এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার।
- একটি ৪এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। এআই যুক্ত একাধিক ফিচারও রয়েছে ইনফিনিক্সের এই ফোনে।
- ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল স্পিকারের সাপোর্ট।
- এই গেমিং ফোনে ১০ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে। ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে।






















