Google Fined: ভারতে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা, এক সপ্তাহে দ্বিতীয়বার !
CCI Penalty On Google: প্লে-স্টোর নীতির অপব্যবহারের কারণে টেক জায়ান্ট গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করল ভারত। এই নিয়ে এক সপ্তাহে দু'বার গুগলকে জরিমানা করা হল।
CCI Penalty On Google: প্লে-স্টোর নীতির অপব্যবহারের কারণে টেক জায়ান্ট গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করল ভারত। এই নিয়ে এক সপ্তাহে দু'বার গুগলকে জরিমানা করা হল। প্রকাশ্যেই এই ঘোষণা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)।
সিসিআই-এর তরফে জানানো হয়েছে, প্লে স্টোর নীতিতে অপব্যবহার ও বাজারে প্রতিযোগিতা বিরোধী অবস্থান নেওয়ায় সিসিআই গুগলের উপর এই জরিমানা আরোপ করেছে। গত সপ্তাহে, অন্য একটি ক্ষেত্রে সিসিআই গুগলকে ১,৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গুগলকে জরিমানা করা হল।
Google Fined: ঠিক কী করেছে গুগল ?
CCI তার তদন্তে দেখেছে, ভারতে অ্যাপ স্টোরের বাজারে স্মার্ট মোবাইল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ওএস ও ওএস-এ
গুগলের প্রাধান্য থাকার সুযোগ নিচ্ছে কোম্পানি। গুগলের প্লে স্টোরের নীতি অনুযায়ী, এখন অ্যাপ ডেভেলপারদের প্ল স্টোরে নিজেদের অ্যাপ থাকতে গেলে গুগল প্লে বিলিং সিস্টেম (GPBS) ব্যবহার করতে হবে। অ্যাপ ডেভেলপাররা যদি GPBS ব্যবহার করার ক্ষেত্রে Google-এর নীতি অনুসরণ না করে, তাহলে তারা তাদের অ্যাপগুলি প্লে স্টোরে রাখতে পারবে না। গুগলের এই নীতির কারণে গ্রাহকরা, অ্যান্ড্রয়েড অ্যাপগুলি একটা বড় গ্রাহক সংখ্যা হারাচ্ছে।
এখানেই শেষ নয়, প্লে স্টোরে এই অ্যাপ রাখার জন্য বিলিংয়ে প্রতিযোগী UPI কোম্পানিগুলির অ্যাপকেও লেনদেনের সুয়োগ দিচ্ছে না গুগল। যা নিয়ে আমেরিকার এই টেক জায়ান্টের বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছে। প্লে স্টোরের অ্যাপে একাধিপত্য কায়েমের পাশাপাশি নিজেদের পেমেন্ট অ্যাপকেই তুলে ধরতে চাইছে কোম্পানি। যা পুরোপুরি আইনবিরুদ্ধ। সেই কারণে গুগলের বিরুদ্ধে জরিমানার পথে হেঁটেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।
সিসিআই গুগলকে সতর্ক করেছে
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গুগলকে সতর্ক করেছে সিসিআই। যেখানে বলা হয়েছে, নিজেদের প্লাটফর্মকে প্রতিযোগিতা বিরোধী অনুশীলনের জন্য অপব্যবহার করতে পারবে না কোম্পানি। এখানেই শেষ নয়, গুগল কোনও অ্যাপ ডেভেলপারকে থার্ড পার্টি পেমেন্ট প্রসেস ব্যবহার করতে বাধা দিতে পারবে না। এছাড়াও, ভারতে UPI-এর মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা প্রদানকারী অ্যাপগুলির সঙ্গে Google কোনওভাবেই বৈষম্য করতে পারে না।
আরও পড়ুন : Bank Holidays Nov 2022: ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে, নভেম্বরে কোন কোন দিন বন্ধ শাখা ?