Google Pixel Buds Pro: ভারতে গুগল পিক্সেল বাডস প্রো লঞ্চ হয়েছে ভারতে, ৩১ ঘণ্টার 'Listening Time' ফিচার পাওয়া যাবে, দাম কত?
TWS Earbuds: গুগল পিক্সেল বাডস প্রো ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। আর কী কী ফিচার রয়েছে দেখে নিন।
![Google Pixel Buds Pro: ভারতে গুগল পিক্সেল বাডস প্রো লঞ্চ হয়েছে ভারতে, ৩১ ঘণ্টার 'Listening Time' ফিচার পাওয়া যাবে, দাম কত? Google Pixel Buds Pro TWS Earbuds Launched in India Offer ANC Up to 31-Hour Playback Time Know Other Details Google Pixel Buds Pro: ভারতে গুগল পিক্সেল বাডস প্রো লঞ্চ হয়েছে ভারতে, ৩১ ঘণ্টার 'Listening Time' ফিচার পাওয়া যাবে, দাম কত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/63a09ecac4513a1202aa487d789b26f81658473605_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Google Pixel Buds Pro: গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6a) ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল বাডস প্রো (Google Pixel Buds Pro)। এই ইয়ারবাডসে (Earbuds) রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার। ২৮ জুলাই থেকে ভারতে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। এই ইয়ারবাডসে রয়েছে একটি dedicated transparency mode। ভারতে গুগল পিক্সেল বাডস প্রো- এর দাম ১৯,৯৯০ টাকা। চারকোল, কোরাল, ফগ এবং লেমনগ্রাস- এই চারটি রঙে পাওয়া যাবে গুগল পিক্সেল বাডস প্রো।
গুগল পিক্সেল বাডস প্রো ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাহায্যে এই ইয়ারবাডসে রয়েছে একটি কাস্টোম সিক্স-কোর অডিও চিপ।
- এই ইয়ারবাডসের ট্রান্সপারেন্সি মোডের সাহায্যে ইউজাররা অ্যাম্বিয়েন্ট সাউন্ড শুনতে পাবেন। পিক্সেল বাডস এবং পিক্সের বাডস এ সিরিজের সাকসেসর মডেল হল গুগল পিক্সেল বাডস প্রো।
- গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। সেই সঙ্গে ট্যাপ এবং swipe- এর ক্ষেত্রে টাচ সেনসরও রয়েছে এই ইয়ারবাডসে।
- গুগল পিক্সেল বাডস প্রো একটি IPX4 splash-resistant ডিভাইস। অর্থাৎ জলে এই ইয়ারবাডস নষ্ট হবে না। ইয়ারবাডসের কেসেও রয়েছে IPX2 splash-resistant সাপোর্ট।
- টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া যায় (wired charging)। এছাড়াও রয়েছে Qi wireless চার্জিং ফিচারও রয়েছে গুগলের নতুন পিক্সেল ইয়ারবাডসে।
- একই সঙ্গে একাধিক ডিভাইসে এই ইয়ারবাডস সংযুক্ত বা কানেক্ট করা যাবে। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভি৫.০ এবং ব্লুটুথ ভি৪.০+ কানেক্টিভিটি ফিচার।
- অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের পাশাপাশি ট্যাব এবং ল্যাপটপেও কানেক্ট করা যাবে গুগল পিক্সেল বাডস প্রো।
- কখনও এই ইয়ারবাডস হারিয়ে গেলে ইউজাররা Find My Device অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুঁজে পেতে পারেন।
- চার্জিং কেসে রয়েছে ফাস্ট চার্জিং ফিচার। মাত্র পাঁচ মিনিটের চার্জে প্রায় এক ঘণ্টার listening time পাওয়া যায়।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকলে সব মিলিয়ে মোট ৩১ ঘণ্টার listening time পাওয়া যাবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন- গুগল পিক্সেল ৬এ লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার রয়েছে দেখে নিন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)