(Source: ECI/ABP News/ABP Majha)
Layoffs: ভারতীয়দের জন্য দুঃসংবাদ! রাতারাতি প্রচুর কর্মী ছাঁটাই করল গুগল কর্তৃপক্ষ
Google: এর আগে এক চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলার সময়েই চাকরি গিয়েছিল নিয়োগকারী এক আধিকারিকের।
Google Layoffs: চলতি বছরের শুরুতেই ধাক্কা দিয়েছিল গুগল (Google)। ২০২৩ সালের জানুয়ারি (2023 January) মাসেই গুগল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল গ্লোবাল স্তরে ১২ হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। প্রথম ধাপের ছাঁটাই শুরু হয়েছিল আমেরিকায়। এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। এরপর ইন্ডিয়া-প্যাসিফিক ইউনিটের কর্মীরা termination letters পেতে শুরু করেছিলেন। একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, গুগল কর্তৃপক্ষ প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করেছে ভারতীয় ডিভিশনে। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ইন্ডিয়ার বেশিরভাগ অফিস রয়েছে গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। গুগল থেকে ছাঁটাই হওয়ার পর কর্মীদের অনেকেই সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন।
মাকে হারানোর পরই ছাঁটাই চাকরি থেকে
গতবছর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। প্রথম সারির টেক সংস্থাগুলি ব্যাপক হারে কর্মী ছাঁটাই করতে শুরু করেছে। চলতি বছরেও বজায় রয়েছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। এবছর বিপুল সংখ্যায় কর্মীদের ছাঁটাই করেছে গুগল (Google) কর্তৃপক্ষ। গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট এই সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, গুগলের এক কর্মী তাঁর মাকে হারানোর কয়েকদিনের মধ্যেই চাকরি খুইয়েছেন। লিঙ্কডইনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ওই কর্মী জানিয়েছেন, সংস্থার এই সিদ্ধান্তের পর তাঁর মনে হয়েছে গালে সপাটে একটা চড় খেয়েছেন। এতদিন কর্মী ছাঁটাইয়ের এত অভিজ্ঞতা শোনার পরেও নিজের চাকরি চলে যাওয়ার পর এই অনুভূতিই হয়েছে তাঁর। মনে হয়েছে, যে সময়ে তিনি দুর্বল রয়েছেন, তখনই এত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতি। ওই কর্মী এও জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে ক্যানসারে ভুগছিলেন তাঁর মা। সদ্যই মাকে হারিয়েছেন তিনি। মায়ের শেষকৃত্য হওয়ার কয়েকদিনের মধ্যেই চাকরি খোয়াতে হয়েছে তাঁকে।
চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলার সময়েই চাকরি গেল আধিকারিকের
গুগলের এক নিয়োগকারী জানিয়েছেন, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কলের মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। পরে তিনি জানতে পারেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে গুগলের বেশকিছু কর্মীর সঙ্গে। যেখনে হঠাৎই গুগলের সেই কর্মীরা দেখেন তাঁদের লগইন কাজ করছে না। প্রথমে বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি ভাবেন ছাঁটাই কর্মীরা। পরে অবশ্য বরখাস্তের বিষয়টি বুঝতে পারেন তাঁরা। মিডিয়া রিপোর্ট বলছে, ছাঁটাই হওয়া ওই ব্যক্তির নাম ড্যান ল্যানিগান-রায়ান। উনি গুগলে নিয়োগকারী হিসাবে কাজ করছিলেন। রায়ান জানিয়েছেন, যে তিনি যখন একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কলে ছিলেন, তখন তার কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একটি কলের সময় তিনি কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হন। এরপরই পুরো বিষয়য়টি মাথায় আসে তাঁর। তবে তাঁর দলে একমাত্র তিনিই নন যিনি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। অন্যান্য সদস্যরাও তাদের সিস্টেম থেকে লগ আউট হওয়ার অভিযোগ করেছেন। প্রথমে ম্যানেজার বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা বলে উড়িয়ে দেন। যদিও পরে আসল বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন- ট্যুইটারে অব্যাহত খরচ-নিয়ন্ত্রণ, ভারতে দু'টি অফিস বন্ধ করলেন ইলন মাস্ক