Nokia X30 5G: নজরকাড়া ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ভারতে হাজির নোকিয়ার নতুন ৫জি ফোন
Nokia Smartphone: ভারতীয় মুদ্রায় নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ৪৮,৯৯৯ টাকা থেকে। তবে এই দাম সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে HMD Global। অর্থাৎ আগামী দিনে এই ফোনের দাম পরিবর্তন হবে।
Nokia X30 5G: ভারতে নতুন ফ্ল্যাগশিপ ফোন (Flagship Smartphone) লঞ্চ করেছে HMD Global। এবার লঞ্চ হয়েছে নোকিয়া এক্স সিরিজের ৫জি ফোন (Nokia X Series 5G Phone) নোকিয়া এক্স৩০ ৫জি। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে নোকিয়ার এই নতুন ফোনে। স্লিক ডিজাইনের এই ফোনের ক্যামেরা ফিচারে রয়েছে চমক। ভারতীয় মুদ্রায় নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ৪৮,৯৯৯ টাকা থেকে। তবে এই দাম সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে HMD Global। অর্থাৎ আগামী দিনে এই ফোনের দাম পরিবর্তন হবে।
নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের ক্যামেরা ফিচার
নোকিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের PureView ক্যামেরা সেনসর। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি আলটড়া ওয়াইড ক্যামেরা। সেখানে আবার AI এবং Optical Image Stabilization ফিচার রয়েছে দুরন্ত কোয়ালিটির ছবি তোলার জন্য। বিভিন্ন ধরনের ক্যামেরা মোড রয়েছে নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের ক্যামেরা সেটআপে। তার মধ্যে অন্যতম হল Night Mode 2.0, Dark Vision, Tripod Mode, Night Selfie- এগুলি। এর পাশাপাশি নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। GoPro Quik অ্যাপ আগে থেকেই ইনস্টল করা রয়েছে এই ফোনে। তার ফলে ফোনে তোলা ছবি বা ভিডিও সহজেই এডিট করে শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা।
নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED PureDisplay যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass প্রোটেকশন।
- নোকিয়া এক্স৩০ ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এই ফোনে রয়েছে ৩ ৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। HMD Global- এর দাবি একবার পুরো চার্জ দিলে নোকিয়ার এই ফোনে ২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভারতে নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং নোকিয়া সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনা যাবে।
ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির নতুন ফোন। জানা গিয়েছে, আইকিউওও নিও ৭ ৫জি ফোন আগামী ১৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ভারতে।
আরও পড়ুন- জমজমাট ফেব্রুয়ারি, ভারতে আসছে এই ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা