Infinix Smartphones: ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, দাম শুনলে চমকে যাবেন ?
Infinix Note 50X 5G: এক্স মাধ্যমে ইনফিনিক্স সংস্থা জানিয়েছে, এই ফোন তারা ১২ হাজার টাকার কমেই লঞ্চ করবে ভারতে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকবে। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Infinix Smartphones: ভারতে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৭ মার্চ। ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন এবার লঞ্চ হতে চলেছে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। জানা গিয়েছে, এই ফোনে মিলিটারি গ্রেড MIL-STD 810H ডিউরেবেলিটি থাকবে। অর্থাৎ ফোন হবে যথেষ্ট শক্তপোক্ত, সহজে ভেবেগ যাবে না।
ভারতে কত দাম হতে পারে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের
এক্স মাধ্যমে ইনফিনিক্স সংস্থা জানিয়েছে, নতুন ৫জি ফোন তারা ১২ হাজার টাকার কমেই লঞ্চ করবে ভারতে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। যে প্রসেসর এই ফোনে থাকতে চলেছে তার সাহায্যে ইউজাররা ৯০ ফ্রেম পার সেকেন্ড বা এফপিএস গেমিং সাপোর্ট পাবেন ইউজাররা, ফোনে একসঙ্গে অনেক কাজ করার সুবিধাও দেবে এই প্রসেসর। ফোনে একসঙ্গে অনেকগুলো কাজ করতে গিয়ে ইউজারদের অভিজ্ঞতা হবে একদম সাবলীল। কোনও অসুবিধায় পড়বেন না তাঁরা। ফোন স্লো হয়ে যাবে না। অন্যান্য সমস্যাও দেখা যাবে। এর সঙ্গে পাওয়া যাবে ল্যাগ ফ্রি গেমিন এক্সপিরিয়েন্স। আর এত সব সুবিধা যুক্ত একটা ঝাঁ-চকচকে স্মার্টফোনের দাম শুরু হতে চলেছে ১২ হাজার টাকারও কম থেকে। শুনে অবিশ্বাস্য লাগলেও এমনটাই হতে চলেছে বলে এক্স মাধ্যমে আভাস দিয়েছে ইনফিনিক্স সংস্থা।
ইনফিনিক্স সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে থাকবে একাধিক এমন ফিচার যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপর্ট যুক্ত থাকবে। এআই যুক্ত ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। এর পাশাপাশি অ্যাপেলের আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ইনফিনিক্সের নতুন ফোনেও থাকতে চলেছে ডায়নামিক বার। গেমারদের কথা মাথায় রেখে এই ফোনে একগুচ্ছ উন্নত ও অত্যাধুনিক গেমিং ফিচার থাকতে চলেছে। XOS 15 - এর সাপোর্ট পরিচালিত হবে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন।
ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই। ভিভো সংস্থা অবশ্য এই ফোন লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান, এবার লঞ্চ হবে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
