iQoo 13: ভারতে আসছে নতুন ফোন, থাকবে শক্তিশালী চিপ, ডিভাইস কাজ করবে দ্রুত
iQoo Phones: আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ ফোনের সাকসেসর মডেল হিসেবে।
iQoo 13: ভিভো (Vivo Phones) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও ভারতে নতুন ফোন (iQoo Phones) লঞ্চ করতে চলেছে। প্রথমে চিনে লঞ্চ হবে এই ফোন। তারপর আসবে ভারতে। জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন (iQoo 13) চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৩০ অক্টোবর। এই ফোন ভারতেও লঞ্চ হবে একথা জানিয়েছে আইকিউওও কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। অনেকে অনুমান করছেন, চিনে লঞ্চের দিনই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১৩ ফোন। আবার অনেকের অনুমান নভেম্বর মাসে কিংবা বছরের শেষ মাস ডিসেম্বরে এই ফোন লঞ্চ হতে পারে। আসলে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ ফোনের সাকসেসর মডেল হিসেবে।
আইকিউওও ১৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে সংস্থার একটি নিজস্ব কিউ২ গেমিং চিপসেট থাকতে পারে। কালো, সবুজ, ধূসর এবং সাদা- এই চার রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন। আইকিউওও সংস্থার সিইও নিপুণ মার্যা জানিয়েছেন, আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। ভারতে লঞ্চের পর এই ফোন আইকিউওও ইন্ডিয়া ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে।
দেখে নেওয়া যাক এই ফোনে আর কী কী ফিচার থাকতে পারে, আইকিউওও ১৩ ফোনের সম্ভাব্য ফিচার
- ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
- এই ফোনের স্ক্রিন একটি Q10 8T LTPO OLED ডিসপ্লে হতে চলেছে যেখানে ইউজাররা 2K রেজোলিউশন পাবেন।
- এই ফোনে একটি ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাপোর্ট থাকতে পারে আইকিউওও ১৩ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে।
- এই ফোনের চিনের ভ্যারিয়েন্টে OriginOS 5- এর সাপর্ট থাকার কথা শোনা গিয়েছে।
কেমন হতে চলেছে আইকিউওও ১৩ ফোনের ডিজাইন, দেখে নিন
আইকিউওও ১২ ফোনের মতোই ডিজাইন হতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। জানা গিয়েছে, এই ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন, ভলিউম বাটন থাকবে বলে শোনা গিয়েছে। স্লিপ এবং স্লিক ডিজাইনে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন।
আরও পড়ুন- ইনফিনিক্সের প্রথম 'ফ্লিপ' ফোন অবশেষে লঞ্চ হল ভারতে, কেনার সময় কী কী ছাড় পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।