iQoo 13 India Launch: চিনে লঞ্চ হওয়া ফোন ভারতে লঞ্চের সময় কতটা ফারাক থাকে? কী কী পার্থক্য পাবেন আইকিউওও ১৩ ফোনে?
iQoo 13: চিনে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হয়েছে ৬১৫০ এমএএইচ ব্যাটারি নিয়ে। আর ভারতে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে।
iQoo 13 India Launch: আইকিউওও ১৩ ফোন (iQoo 13) চিনে লঞ্চ হয়েছে গত মাসে। এবার এই ফোন (iQoo Phones) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৩ ডিসেম্বর আইকিউওও ১৩ ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট নিয়ে। শোনা গিয়েছে, ভারতেও এই চিপসেট নিয়েই আইকিউওও ১৩ ফোন লঞ্চ হবে। কিন্তু চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ফারাক থাকতে চলেছে ভারতীয় মডেলের। শোনা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন চিনে যে ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে, তার থেকে কিছু ছোট ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
চিনে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হয়েছে ৬১৫০ এমএএইচ ব্যাটারি নিয়ে। আর ভারতে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। তবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড, ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন চিনের ভ্যারিয়েন্টের মতোই থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনের ভারতীয় মডেলে। এই ফোনে একটি কিউ২ গেমিং প্রসেসর থাকবে বলেও শোনা গিয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে খুব সহজে নষ্ট হবে না। ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে আইকিউওও ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
আইকিউওও ১৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে
- ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোনে। ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে আইকিউওও ১৩ ফোনের ভারতীয় মডেলে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
- এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি এনার্জি হ্যালো এলইডি লাইট থাকতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
আরও পড়ুন- ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।