iQoo Neo 6 5G: কমলা রঙের নতুন আইকিওও নিও ৬ ৫জি ফোন হাজির ভারতে, দাম কত?
Maverick Orange: নতুন Maverick Orange রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিওও নিও ৬ ৫জি ফোন।
iQoo Neo 6 5G: নতুন রঙে ভারতে লঞ্চ হল আইকিওও নিও ৬ ৫জি (iQoo Neo 6 5G) ফোন। কমলা রঙের এই ফোন কিনতে চাইলে সবার আগে জেনে ফোনের সঠিক কালার শেড (Colour Shed) এবং কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত। Maverick Orange রঙে ভারতে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে আইকিউওও নিও ৬ ৫জি ফোন। নতুন মডেল পাওয়া যাবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। ২৩ জুলাই থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। অ্যামাজন থেকে ফোন কিনতে পারবেন আগ্রহীরা। অ্যামাজন প্রাইম ডে সেলে সম্ভবত এই ফোনের দামে ছাড় থাকবে। ভারতে Maverick Orange রঙে লঞ্চ হওয়া আইকিউওও সংস্থার এই ৫জি ফোনের দাম ৩৩,৯৯৯ টাকা। এর আগে মে মাসে ভারতে আইকিউওও নিও ৬ ৫জি ফোন লঞ্চ হয়েছিল Cyber Rage এবং Dark Nova- এই দুই রঙে।
এবার দেখে নেওয়া যাক আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে একটি ৬.৬২ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার সঙ্গে এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে।
- এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- আইকিউওও নিও ৬ ৫জি ফোনের নতুন কালার ভ্যারিয়েন্টে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
- ডুয়াল সিমের এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং Funtouch OS 12 সাপোর্ট রয়েছে। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। তাছাড়াও এই ফোনে রয়েছে একটি লিকুইড কুলিং ভেপার চেম্বার। অর্থাৎ ফোন ব্যবহারের পর গরম হয়ে গেলেও ফোনের ভিতর থেকে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে।
আরও পড়ুন- ১১ জিবি র্যাম নিয়ে অবিশ্বাস্য কম দামে ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯