Mivi DuoPods F50: ৫০ ঘণ্টার প্লেব্যাক টাইম নিয়ে ভারতে হাজির নতুন ইয়ারবাডস, দাম কত?
TWS Earphones: ভারতে লঞ্চ হয়েছে নতুন ট্রু ওয়ারলেস ইয়ারফোন Mivi DuoPods F50। দেখে নিন দাম ও ফিচার।
Mivi DuoPods F50: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন ট্রু ওয়ারলেস স্টিরিও ইয়ারবাডস (TWS Earbuds) Mivi DuoPods। ১৩ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এ ইয়ারবাডসে। একবার চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৫০ ঘণ্টা চার্জ থাকবে দাবি করেছে সংস্থা। স্লিক ডিজাইনের এই ইয়ারবাডসে রয়েছেমেটালিক ফিনিশ। তার পাশাপাশি প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে Mivi DuoPods F50 এই ইয়ারবাডসে। ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। Mivi DuoPods F50 ইয়ারবাডসে রয়েছে একটি micro-electromechanical systems (MEMS) microphone। এর ফলে ক্রিস্টাল ক্লিয়ার শব্দ শোনা যাবে।
ভারতে Mivi DuoPods F50 ইয়ারবাডসের দাম এবং উপলব্ধতা
প্রাথমিক ভাবে এই ইয়ারবাডসের দাম ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। তবে এই দাম কতদিন পর্যন্ত থাকবে তা জানা যায়নি। আর এই ইয়ারয়াবডসের বাজারদর অর্থাৎ আসল দামও জানা যায়নি। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ইয়ারবাডস। কালো, নীল, গোলাপি, সাদা- এই চারই রঙে লঞ্চ হয়েছে Mivi DuoPods F50 ইয়ারবাডস। আপাতত কয়েকদিন এই ইন্ট্রোডাক্টরি প্রাইস বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
Mivi DuoPods F50 ইয়ারবাডসের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার
- ১। ব্লুটুথ ভি৫.১ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। প্রায় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত ওয়ারলেস রেঞ্জ রয়ছে এই ইয়ারবাডসে।
- ২। এমনিতে এই ইয়ারবাডসে ৮.৫ ঘণ্টার প্লে টাইম পাওয়া যাবে। আর চার্জিং কেস সমেত প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম থাকবে।
- ৩। Mivi সংস্থা জানিয়েছে তাদের ইয়ারবাডসের ক্ষেত্রে মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। চার্জিং কেসে চার্জ হতে সময় লাগতে পারে প্রায় এক ঘণ্টা।
- ৪। এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এ ডিভাইস নষ্ট হবে না।
- ৫। Mivi DuoPods F50 ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল। এই ফিচারের সাহায্যে ইউজার ভলিউম, কল, মিউজিক সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন।
- ৬। গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি- র সাপোর্ট রয়েছে Mivi DuoPods F50 ইয়ারবাডসে।
আরও পড়ুন- ভারতে ৩২ ইঞ্চির নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে শাওমি, দাম শুনলে চমকে যাবেন